মন্ত্রিসভার বৈঠক এবার থেকে জেলে হবে! তীব্র কটাক্ষ দিলীপের

মন্ত্রিসভার বৈঠক এবার থেকে জেলে হবে! তীব্র কটাক্ষ দিলীপের

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় কিছুদিন আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি গরুপাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে। এই দুই গ্রেফতারির ঘটনা নিয়ে রাজ্যের তৃণমূল সরকার কড়া সমালোচনার শিকার হচ্ছে। সবথেকে বেশি উল্লাসে মেতেছে বিজেপি। দলের অন্যতম প্রধান নেতা দিলীপ ঘোষ তো আগেই ইঙ্গিত দিয়েছেন যে জেলে যাওয়ার জন্য অনেকেই আছেন আরও। এবার আরও তীব্র খোঁচা দিয়ে বললেন, একটা সময় আসবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভার বৈঠক করতে জেলে যেতে হবে।

আরও পড়ুন- রাত থেকেই ‘অ্যাকশন’! পূর্ব পরিকল্পনা করেই অনুব্রতের বাড়িতে সিবিআই

গতদিন টুইট করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। এদিন বললেন, তৃণমূলের গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত। নেতা, মন্ত্রী কেউ বাদ যাবে না, সবাই জেলে যাবে। মন্ত্রিসভা বা দলের কোনও বৈঠক করতে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, এমন দিন আসছে। পার্থ চট্টোপাধ্যায়ের পর অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ায় তৃণমূল যেন আরও চাপে পড়েছে। কোনও রাজ্য সরকারের কাছে বিষয়টি সত্যিই অস্বস্তির যে তাঁদের হেভিওয়েট এক মন্ত্রী এবং এক নেতা অল্প কয়েকদিনের মধ্যেই ইডি-সিবিআই দ্বারা গ্রেফতার হচ্ছেন। আর এই সময়টি বিরোধী হিসেবে পুরো কাজে লাগানোর চেষ্টায় বিজেপি।

অনুব্রত গ্রেফতার হওয়ার পর পরই দিলীপ ঘোষ টুইট করে লিখেছিলেন, ”অনুব্রত মণ্ডলের খেলা শেষ। দুদিনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে সিবিআই। আরও অনেকে লাইনে আছে।” দিলীপ আরও বলেন, ”অনুব্রতর মতো একজন মানুষ, যে ভোট পরবর্তী হিংসার মতো ঘটনার সঙ্গে জড়িত, তাঁকে বাইরে ছেড়ে রাখা একদম উচিত নয়।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 9 =