‘নতুন বোতলে পুরনো মদ’, তৃণমূলের জাতীয় কমিটিকে খোঁচা দিলীপের

‘নতুন বোতলে পুরনো মদ’, তৃণমূলের জাতীয় কমিটিকে খোঁচা দিলীপের

কলকাতা: তৃণমূল কংগ্রেসের জাতীয় কমিটি নিয়ে আজ বড় ঘোষণা হয়েছে। তাঁর চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হয়েছেন। আজকের এই কমিটির সিদ্ধান্ত নিয়ে মমতা বাহিনীকে আক্রমণ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, নতুন কিছুই হয়নি। সেই পুরনো মদ কিন্তু নতুন বোতল।

আরও পড়ুন- ঘর নিরাপদ নয়, সেখানে হিজাব পরুন! বিতর্ক বাড়ালেন প্রজ্ঞা

দিলীপের বক্তব্য, একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছিল যে দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ কমে যাচ্ছিল। কেউ কারোর কথা শুনছিল না, তাঁর কথাও কেউ শুনছিল না। তাই তিনি দেখানোর চেষ্টা করলেন যে তিনিই সব পারেন, তাই এটা ঘুরিয়ে নাক ধরা ছাড়া কিছু হল না। নতুন কিছু হল না। সেই লোকগুলিই আছেন, যারা ছিলেন। নতুন বোতলে পুরানো মদ যেমন। দিলীপের আরও কটাক্ষ, তৃণমূল তৃণমূলেই আছে। তাদের থেকে বেশি কিছু আশা করা যায় না। প্রসঙ্গত, তৃণমূলের এই বৈঠক থেকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ নির্দিষ্ট তো করে দেওয়া হয়েছেই, আবার নতুন দায়িত্ব পেয়েছেন অনেকে। যার ঘোষণাও হয়ে গিয়েছে আজ।

বৈদেশিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণের দায়িত্ব সামলাবেন যশবন্ত সিংহ ও অমিত মিত্র। এদিকে, উত্তর-পূর্ব রাজ্যগুলির সংগঠন দেখবেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক ও মুকুল সাংমা। আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ করা হয়েছে অরূপ বিশ্বাসকে। আরও জানান হয়েছে তৃণমূলের জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার ও মহুয়া মৈত্র। পাশাপাশি এও ঘোষণা করা হয়েছে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় স্তরে থাকছে তৃণমূলের একাধিক কমিটি। একই সঙ্গে তিনজন নেতাকে করা হয়েছে সহ সভাপতি। যারা হলেন যশবন্ত সিনহা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন আবার জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *