কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়, এই দুটি নাম এখন চর্চার শিরোনামে। শুক্রবার একদিকে যখন রাজ্যের শিল্পমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি ঠিক তখনই দক্ষিণ কলকাতার এক ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ২০ কোটিরও বেশি টাকা। যার ফ্ল্যাট থেকেই এই বিপুল অর্থ উদ্ধার হয়েছে এই অর্পিতা মুখোপাধ্যায় পার্থ ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। আর এই ঘটনায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আদর্শ ইস্যু তুলে একহাত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা পার, পার্থর বাড়ি থেকে বেরোচ্ছেই না ইডি!
এদিন একটি টুইট করেছেন দিলীপ ঘোষ। লিখেছেন, ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে গলা ফাটিয়ে চিৎকার করে বলেছিলেন দেশে একটাই আদর্শ রাজনৈতিক দল থাকবে, তা হল তৃণমূল। আদর্শের আকাল পড়ল! একটু আদর্শ খুঁজতে বেরিয়েছি। পারলে কেউ সন্ধান দেবেন?” একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এই ঘটনা বিবেকবান বা বিত্তবান। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট টাকার পরিমাণ ২১ কোটি ছুঁয়েছে, পরিমাণ আরও বাড়বে বলেই অনুমান। এছাড়াও অর্পিতার আরও সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর। যদিও ইডি দাবি করছে, তিনি তদন্তে সহযোগিতা করছেন না।
1.1 Yesterday’s Conscientious or wealthy?
Just yesterday, Chief Minister Mamata Banerjee was shouting from Shahid Diwas podium saying that there will be only one ideal political party in the country – TMCl!! pic.twitter.com/j1f20F94fm
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 22, 2022
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার ফ্ল্যাট ছাড়াও অর্পিতার বেলঘরিয়ায় দুটি ফ্ল্যাট আছে, যেখানে তাঁকে কিছুদিন আগে পর্যন্ত দেখা যেত বলে স্থানীয়রা দাবি করেছে। এছাড়া দেওয়ানপাড়াতেও একটি বাড়ি রয়েছে তাঁর। সেই বাড়িতে এখন তাঁর মা এবং অন্য আত্মীয়েরা থাকেন। তবে টাকা ছাড়াও অর্পিতার বাড়ি থেকে ৫০ লক্ষ টাকার সোনা, ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে।