মমতা থেকে বাবুল, ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিলীপ ঘোষের

মমতা থেকে বাবুল, ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিলীপ ঘোষের

3f171c0a0d46007a24217b7e895544c4

 

কলকাতা: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বাবুল সুপ্রিয়কে একই সঙ্গে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর দাবি, ‘‘বিশ্বাসঘাতকতা করে ওরা বাঙালীর মানসম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে৷’’

দিলীপ বলেন, ‘‘যিনি জীবনে সাত বছর রাজনীতি করেছেন এবং সাত বছরই মন্ত্রী ছিলেন। তিনি বাঙালির নাক কান কেটে দিয়েছেন। বাঙালি দাগাবাজ, এটা উনি প্রমাণ করেছেন। বাঙালি বিশ্বাসঘাতক এটা বাবুল সুপ্রিয়কে দেখলেই পরিস্কার।’’

বস্তুত, আগামী ১২ এপ্রিল উপ নির্বাচন রয়েছে আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র অভিযোগ, বিজেপি তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে৷ এরই পাল্টা হিসেবে এদিন বাবুলকে আক্রমণ শানিয়েছেন দিলীপ৷ একই সঙ্গে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷ দাবি করেছেন, ‘‘এর আগে অটলবিহারী বাজপেয়ী মমতাকে বিশ্বাস করেছিলেন। উনি ধোঁকা দিয়েছেন। মোদীজি বাবুলকে বিশ্বাস করেছিলেন। বাবুল দাগা দিয়েছেন।’’

তবে পাল্টা হিসেবে শাসক শিবির থেকে প্রশ্ন তোলা হয়েছে, বাবুল সুপ্রিয় তো সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তবে তৃণমূলে এসেছেন৷ শুভেন্দু বড় বড় কথা বলেন। ওর বাবা আর ভাই পদ ছাড়েনি কেন? জবাবে দিলীপ বলেন, ‘‘কে কোন পদে থাকবে বা ছাড়বে সেটা তাদের ব্যাপার।’’ একই সঙ্গে যোগ করেছেন,‘‘ওরা (শিশির, দিব্যেন্দু) কেন পদ ছাড়বে? কেউ দয়া করে পদ দিয়েছে?’’ পাল্টা হিসেবে শাসক শিবির থেকে ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ, ‘‘নিজের বেলায় আটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি৷’’

একই সঙ্গে বাংলাদেশে ইস্কন মন্দিরে হামলার ঘটনায় বাংলাপক্ষর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ৷ দাবি করেছেন, ‘‘অনেক লোক বাঙালি বাঙালি করে। বাংলা পক্ষ না কি সবে আছে? তারা কাশ্মীরে বাঙালি মারা গেলে চেঁচায়। ওখানে বোধহয় মুসলিম বাঙালি বলে চেঁচায়। বাংলাদেশে হামলা হলে ওরা চেঁচায় না। আসলে ওরা (বাংলাপক্ষ) সব ধান্দাবাজ ৷’’ এই ইস্যুতে আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷ কটাক্ষের সুরে বলেছেন, ‘‘মমতা ব্যানার্জি বাঙালিদের ঠিকা নিয়েছেন। আপা কে ফোন করুন। জানতে চান, কেন ওখানে মারা হচ্ছে? হিন্দু বলে বাঙালি নয়?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *