কলকাতা: সিবিআইকে নিয়ে তিনি যা মন্তব্য করেছেন তাতে শোরগোল পড়েছে ইতিমধ্যেই। যদিও তিনি তাঁর বক্তব্য অনড়। এদিকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ‘বাঙালি’ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নতুনভাবে আক্রমণ শানাতে দেরি করলেন না বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পুজোর অনুদান নিয়ে কথা বলতে গিয়ে সরকার এবং রাজ্যের মানুষকে একহাত নিলেন তিনি। পাশাপাশি জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের অবস্থান নিয়েও কটাক্ষ করলেন দিলীপ।
আরও পড়ুন- যে কোনও সংস্থা তদন্ত করুক, আপত্তি নেই! সম্পত্তি মামলায় জানাল সিপিএম
এদিন প্রাতঃভ্রমণ সেরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি৷ সাংবাদিকদের এক প্রশ্নের প্রেক্ষিতে দিলীপ বলেন, ”একজন নেতা টুইট করেছেন যে, মহাজোট দরকার নেই মোদীকে হারাবার জন্য। মহাজোটের জন্য যে চেষ্টা করেছিলেন আমাদের নেত্রী সেটা সফল হয়নি এবং রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে উনি যে কী রকম বিশ্বাসঘাতক সেটাও দেশ জেনে গেছে।” এখানেই না থেকে তাঁর আরও খোঁচা, ”দুর্ভাগ্যের বিষয় দেখুন, মোদীকে টক্কর দেবে কে সেই নেতার লিস্টে যার এক নম্বরে নাম ছিল, নাম কেটে গেছে। এখন নীতীশ বাবুর নাম আছে। আর কেজরিওয়াল, যার একটাও এমপি নেই, সে নাকি মোদীকে হারিয়ে প্রধানমন্ত্রী হবেন এমন গল্প চলছে। কিন্তু মমতার নাম কেউ নিচ্ছেন না।”
অন্যদিকে, সিবিআই প্রশ্নে দিলীপ বলেন, ‘আমি যখন রাজ্য সভাপতি ছিলাম, আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে। আমাদের ২০০ জন কর্মীকে খুন করা হয়েছে৷ ভোটের পর ৬০ জন কর্মী খুন হয়েছেন। আমরা কোর্টেও গিয়েছিলাম৷ কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। আমার প্রশ্ন, সেই মামলায় ক’জন সাজা পেয়েছে? ক’জন নিহত কর্মীর পরিবারকে আমরা সুবিচার দিতে পেরেছি? এই প্রশ্ন কি আমি করতে পারি না? তাতে যদি কারও খারাপ লাগে, লাগতেই পারে। আমরা কাউকে খুশি করার জন্য রাজনীতি করি না।’’