বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন কল্পনা করা যায় না! খোঁচা দিলীপের

বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন কল্পনা করা যায় না! খোঁচা দিলীপের

কলকাতা: রাজ্যের দুই কেন্দ্রে আজ চলছে উপনির্বাচন। আসানসোল এবং বালিগঞ্জের ভোট নিয়ে সকাল থেকেই উত্তাপ ছড়িয়েছে দফায় দফায়। তৃণমূল, বিজেপি একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙুল তুলেছে। কোথাও ‘রিগিং’-এর অভিযোগ, কোথাও বুথের ভিতর রাজ্য পুলিশ থাকার অভিযোগ, আবার কোথাও প্রার্থীর বিরুদ্ধে নিরাপত্তা রক্ষী নিয়ে বুথে ঢোকার অভিযোগ। আবার বালিগঞ্জে তৃণমূল প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ। সব মিলিয়ে উত্তেজনা চরমে। এই আবহেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বললেন, বাংলায় শান্তিপূর্ণ ভোট হবে এটা ভাবাই যায় না।

আরও পড়ুন- বাবুলকে বুথে ঢুকতে বাধা, রিপোর্ট তলব করল কমিশন

এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি সাংসদ। সেখানেই তিনি জানান, বাংলাতে শান্তিপূর্ণ নির্বাচন হবে এটা কল্পনার অতীত। গত ছ’মাস ধরে যা নির্বাচন হয়েছে তাতেই বোঝা যায়। কোনও গণতন্ত্র নেই, প্রহসন চলছে বাংলাতে। যেভাবে পুরভোট, উপনির্বাচন হয়েছে তাতে কেউ বলবে না যে রাজ্যে গণতন্ত্র আছে। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হবে এ জিনিস কোনও ভাবেই চিন্তা করা যায় না। তবুও দিলীপ আশাবাদী যে, আজ মানুষ নিজের মতো ভোট দিতে পারবে। মানুষ যা রায় দেবে সেটাই সকলে মাথা পেতে নেবে।

আজ সকাল থেকেই আসানসোল এবং বালিগঞ্জ কার্যত উত্তপ্ত। পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বালিগঞ্জের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ৷ মঙ্গলবার সকাল ৭টা নাগাদ অশোক হলে ১৭৪ নম্বর বুথে পৌঁছনোর পরই তিনি এই অভিযোগ তোলেন৷ এর আগে পাঠ ভবন স্কুলে গিয়েছিলেন তিনি৷ তাঁর অভিযোগ, সেখানে কলকাতা পুলিশের কর্মীরা বসে রয়েছেন৷ অন্যদিকে, সশস্ত্র নিরাপত্তা রক্ষী নিয়ে ভোট কেন্দ্রে ঢোকার অভিযোগ তুলে আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + fourteen =