নিয়োগের দাবি জানিতে বিক্ষোভ নার্সিং চাকরিপ্রার্থীদের, স্তব্ধ সল্টলেক

নিয়োগের দাবি জানিতে বিক্ষোভ নার্সিং চাকরিপ্রার্থীদের, স্তব্ধ সল্টলেক

কলকাতা: SSC দুর্নীতি নিয়ে অস্বস্ততি রাজ্য। একাধিক মন্ত্রীকে জেরার মুখে পড়তে হয়েছে। তারমধ্যেই সোমবার থেকে নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছয়। পুলিশ আধিকারিককে ধাক্কা মেরে স্বাস্থ্য ভবনে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। সরিয়ে দেন ব্যারিকেড। বিক্ষোভের জেরে আধিকারিকরা স্বাস্থ্য ভবন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে। সল্টলেক কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। 

জানা গিয়েছে, বিক্ষোভকারীদের ধাক্কায় পড়ে যান এক পুলিশ আধিকারিক। এরপরেই তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন অন্যান্য পুলিশকর্মীরা। তাঁদেরও বিক্ষোভকারীরা সরিয়ে দেন বলে অভিযোগ। ব্যারিকেড সরিয়ে স্বাস্থ্যভবনে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে স্বাস্থ্যভবন বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। 

সোমবারের মতো মঙ্গলবারও সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রথম থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ বাড়তে থাকে। তাঁরা অভিযোগ করেছেন, অপেক্ষাকৃত কম নম্বর পাওয়ার পরেও অনেকে নার্সিংয়ে নিয়োগপত্র পেয়েছেন। কিন্তু যোগ্যপ্রার্থীরা চাকরি পাচ্ছেন না। বিক্ষোভকারীরা জানান, স্বাস্থ্য ভবনের আধিকারিকারা তাঁদের সঙ্গে কথা বলবেন বলে অশ্বাস দেওয়া হলেও, সেই প্রতিশ্রুতি রাখা হয় না। মঙ্গলবার সকাল থেকেই স্বাস্থ্য ভবনের প্রধান গেট বন্ধ ছিল। 

বিক্ষোভকারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। যার জেরে সল্টলেকে যান চলাচল ব্যবহত হয়। দুই দিকের বাস আটকে পড়ে। বিক্ষোভকারীদের সঙ্গে একমত। বাসে আটকে পড়া যাত্রীরা নিজেদের ভোগান্তির কথা স্বীকার করেন। তবে তাঁরা জানান, কষ্ট করে পড়াশোনা করে পাশ করেছেন। অবশ্যই চাকরি পাওয়া দরকার। অসুবিধায় পড়ার পরেও বিক্ষোভকারীদের সমর্থন করছে পথ চলতি মানুষ। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eighteen =