কোনওটি ২ বছর, কোনওটি ৪ বছর পুরনো, মেয়াদ উত্তীর্ণ ফার্স্ট এইড বক্স লোকাল ট্রেনে

কোনওটি ২ বছর, কোনওটি ৪ বছর পুরনো, মেয়াদ উত্তীর্ণ ফার্স্ট এইড বক্স লোকাল ট্রেনে

কলকাতা: ফার্স্ট এইড বক্স তো আছে, কিন্তু তার মেয়াদ পেরিয়েছে বহু দিন আগেই৷ মেয়াদ পেরনো ফার্স্ট এইড বক্স নিয়েই দিনের পর দিন চলছে লোকাল ট্রেন৷ প্রসঙ্গত, প্রতি ৬ মাস অন্তর লোকাল ট্রেনের ফার্স্ট এইড বক্স পরিবর্তন করার কথা। কিন্তু আদো তা হয় না৷  তিন চার বছর ধরে লোকাল ট্রেনে একই ফার্স্ট এইড বক্স ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসে পূর্ব রেল কর্তৃপক্ষ। দ্রুত লোকাল ট্রেনে থাকা ফার্স্ট এইড বক্স পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- ‘শুভেন্দু বেশিদিন বিজেপি’তে থাকবে না’, ফিরহাদ মন্তব্যে জল্পনা

হাওড়া, শিয়ালদহ শাখায় দ্রুত মেয়াদ উত্তীর্ণ ফার্স্ট এইড বক্স পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, যে ফার্স্ট এইড বক্সগুলি লোকাল ট্রেনে রয়েছে, সেগুলি কোনওটি ২০১৭ সালের, কোনওটা ২০১৮, কোনওটা আবার ২০২০ সালের। এই ঘটনায় রেলের চরম উদাসীনতার ছবি ধরা পড়ছে৷ এ প্রসঙ্গে রেল আধিকারিকরা বলেন, কোনও কোনও ট্রেনে পুরনো ফার্স্ট এইড বক্স থেকে যেতে পারে। বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ করা হচ্ছে৷ দ্রুত বদলে ফেলা হবে পুরনো ফার্স্ট এইড বক্সগুলি৷ 

রেল আধিকারিকরা স্বীকার করে নিয়েছেন যে, লোকাল ট্রেনে থাকা ফার্স্ট এইড বক্সগুলি নির্দিষ্ট সময়ে বদল করা দরকার৷ কারণ কোনও যাত্রী আচমকা ট্রেনে অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার জন্য এটি খুবই প্রয়োজনীয়৷ অতীতে অনেক দুর্ঘটনাই ঘটেছে৷ হালে ময়নাগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *