ধর্ষণ কাণ্ডের দায়িত্ব পেয়েই তৎপর দময়ন্তী, একাধিক আধিকারিককে তলব

ধর্ষণ কাণ্ডের দায়িত্ব পেয়েই তৎপর দময়ন্তী, একাধিক আধিকারিককে তলব

কলকাতা: রাজ্যের চারটি ধর্ষণের ঘটনার তদন্তভার তাঁকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দায়িত্ব পাওয়ার পরেই তৎপর হয়ে গিয়েছেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেন। ধর্ষণ কাণ্ডগুলির তদন্তের জন্য মালদহের ইংরেজবাজার এবং দেগঙ্গা ধর্ষণ কাণ্ডের তদন্তকারী একাধিক আধিকারিককে তলব করেছেন তিনি বলে খবর। সকলকেই আজ বিকেলের মধ্যে লালবাজার আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ‘ভাল ভোট হচ্ছে’, আসানসোল নিয়ে ভিন্ন মত তৃণমূলের তারকার

সূত্রের খবর, একদিকে ইংরেজবাজার ধর্ষণ কাণ্ডের তদন্তকারী অফিসার তথা ইংরেজবাজার থানার আইসি, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক অফিসারকে তলব করা হয়েছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ধর্ষণের ঘটনার তদন্ত প্রক্রিয়ায় জড়িত দুই পুলিশ অফিসারকেও তিনি তলব করেছেন। দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার এবং বাঁশদ্রোণী, এই চারটি ধর্ষণ কাণ্ডের তদন্তের নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে দময়ন্তীর উপর। এর আগে পার্ক স্ট্রিট ধর্ষণ মামলা প্রসঙ্গে সদ্য ক্ষমতায়-আসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনাকে ‘সাজানো ঘটনা’ বলে মন্তব্য করেছিলেন। তবে দময়ন্তী তাঁর তদন্ত রিপোর্টে ধর্ষণ হয়েছে বলেই উল্লেখ করেছিলেন।

এদিন চারটি ধর্ষণ মামলায় নজরদারির নির্দেশ দেওয়া হলেও, নদিয়ার হাঁসখালির ঘটনার তদন্তে তাঁকে নজরদারির নির্দেশ দেননি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি৷ যে ঘটনায় নিয়ে উত্তাল বর্তমান রাজ্য-রাজনীতি৷ সেই ঘটনায় অবশ্য তদন্ত করছে সিবিআই। তবে দময়ন্তী সেনকে দায়িত্ব দেওয়ার আরও একবার পার্ক স্ট্রিট ঘটনার স্মৃতি উস্কে উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − six =