কলকাতা: ময়নাগুড়ি ধর্ষণকাণ্ডের তদন্তের নজরদারি করবেন ডিআইজি জলপাইগুড়ি বলে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। ২০ জুনের মধ্যে আদালতে একটি রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পরবর্তী শুনানির দিন ২০ জুন ধার্য হয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার আদালতে বিজেপি মহিলা সেলের পক্ষে আইনজীবী সুস্মিতা সাহা দত্ত অভিযোগ করেছেন, নির্যাতিতার বাবা টিপ ছাপ দিতে বাধ্য করা হয়েছে। তাই তিনি না বুঝেই বলেছেন, সিবিআই তদন্ত চান না। আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আদালতে বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করার আবেদন করেন। অবিলম্বে তদন্তকারী অফিসারকে পরিবর্তন করা প্রয়োজন বলে তিনি দাবি করেন। পাশাপাশি তিনি এই মামলার তদন্ত সিবিআইকে দেওয়ার আবেদন করেন।
অন্যদিকে, অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, তদন্ত সঠিক পথে এগোচ্ছে। আবেদনকারী কখনই তদন্তকে প্রভাবিত করতে পারেন না। জোর করে টিপ ছাপ হয়েছে এই বিষয়টি যেকোনো উচ্চপদস্থ অধিকারীকে দিয়ে তদন্ত হতে পারে আদালত চাইলে বলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন।
প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এলাকায় এক যুবকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। জানা গিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ময়নাগুড়ির ধর্মপুরে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। এরপরেই অভিযুক্ত পলাতক। আাম জামিন নেন। এরপরেই অভিযুক্ত নাবালিকাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। অভিযোগ না তুললে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে নাবালিকা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ১২ দিনের লড়াইয়ের পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।