ডিএ মামলা: রাজ্যের রায় পুনর্বিবেচনার আর্জির শুনানি পিছল

ডিএ মামলা: রাজ্যের রায় পুনর্বিবেচনার আর্জির শুনানি পিছল

কলকাতা: পিছিয়ে গেল মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি। বুধবার এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। বুধবারের জায়গায় বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। গত ২০ মে আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মীদের বকেয়া ডিএ তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায়। সেই মামলার শুনানিই পিছিয়ে গেল একদিন।

আরও পড়ুন- পুজোয় কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি নিয়ে কী বলছে হাওয়া অফিস

কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, রাজ্যকে কর্মীদের ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে হবে আগামী তিন মাসের মধ্যে। গত ১২ আগস্ট এই রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। যদিও সম্প্রতি পুজো অনুদানের বিরুদ্ধে যে মামলা হয়েছে হাইকোর্টে তাতে হলফনামা দিয়ে রাজ্য জানিয়েছে যে কোনও ডিএ বাকি নেই! তাই এই ইস্যুতে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। পুজোর অনুদান ঘোষণা হওয়ার পর সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

দুর্গাপুজোয় সরকারি টাকা কেন দেওয়া হবে, মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান দেওয়া হচ্ছে, এইসব প্রশ্ন তোলা হয়েছে মামলায়। মামলাকারীদের অভিযোগ, সরকার ডিএ দিতে ঢিলেমি করছে। মঙ্গলবারই রাজ্য সরকার আদালতে দাবি করে জানিয়েছিল যে কোনও ডিএ বাকি নেই। একই সঙ্গে অনুদান দেওয়ার পক্ষ নিয়ে বলেছিল, বাজেট ঠিক হওয়ার পর খরচের (জনস্বার্থে) অধিকার সরকারের থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − four =