ডিএ মামলা আজও ঝুলে রইল আদালতে, অধিকারের কথা বলল হাইকোর্ট

ডিএ মামলা আজও ঝুলে রইল আদালতে, অধিকারের কথা বলল হাইকোর্ট

কলকাতা: আজ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (DA) মামলার শুনানি হল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। হাইকোর্ট আরও একবার স্পষ্ট করে দিল যে, সরকারি কর্মচারীদের অধিকার হচ্ছে ডিএ, এতে কোনও সন্দেহ নেই। এদিন মামলাকারি কনফেডারেশন অফ স্টেট ইমপ্লয়ী ইউনিয়নের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য আদালতে জানান, অল ইন্ডিয়া প্রাইজ ইনডেক্স মেনে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দেওয়ার কথা। রাজ্য সরকার আইপিএস বা আইএএস-দের ক্ষেত্রে বেতন বৈষম্য করে না, তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কেন বৈষম্য করা হচ্ছে, প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন- এগিয়ে এল গ্রীষ্মের ছুটি, দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী

বিকাশ এও জানান, বার বার স্টেট এডমিনিট্রেটিভ ট্রাইব্যুনাল সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়ে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে ডিএ এবং এরিয়ার বকেয়া তিন মাস এবং ৬ মাসের মধ্যে মিটিয়ে দিতে রাজ্যের অর্থ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্দেশ দেয়। রাজ্য সরকারের পক্ষ থেকে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়। এখম সপ্তম বেতন কমিশের সুপারিশে অন্যান্য রাজ্য সরকার তাঁদের কর্মচারীদের ডিএ দিলেও পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে না প্রাপ্য টাকা। আগামীকাল অর্থাৎ শুক্রবার রাজ্যের পক্ষ থেকে এডভোকেট জেনারেল সৌমেন্দ্রোনাথ মুখোপাধ্যায় আদালতে তাঁদের বক্তব্য রাখবেন। আগামীকালই এই মামলার শুনানি শেষ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =