উত্তাল দিঘার সমুদ্র, অশনির কতটা কোপে পড়তে চলেছে বাংলা

উত্তাল দিঘার সমুদ্র, অশনির কতটা কোপে পড়তে চলেছে বাংলা

কলকাতা:  ঘূর্ণিঝড় ইতিমধ্যে শক্তি বাড়িয়েছে। ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলাতে পড়তে চলেছে। অশনি যত এগিয়ে আসছে, দিঘার সমু্দ্র তত উত্তাল হতে শুরু করেছে। ইতিমধ্যে পর্যটকদের সমুদ্রে নামার ওপর পূর্ব মেদিনীপুর প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। তারমধ্যে রাজ্যে বেশ কয়েকটি জেলাতে সোমবার থেকেই ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, ৯ থেকে ১৩ মে পর্যন্ত উপকূল জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ৯ মে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতায় কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ থেকে ১২ মে পর্যন্ত হাওড়া, দুই ২৪ পরগনা, মেদিনীপুর এবং নদিয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জেলাতে একই সময় ভারি বৃষ্টিপাত হবে না। কোনও জেলায় একদিন বা দুই দিন আবার কোনও কোনও জেলাতে তিনদিনই টানা ভারি বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের আগেই সতর্ক করে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। আলিপুর আবহাওয়া দফতর থেকে সোমবারের মধ্যে সমস্ত মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দিয়েছে।  

অশনির আশঙ্কায় দিঘার সমু্দ্রে পর্যটদদের নামার ওপর ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে দিঘার সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, দিঘার সমুদ্রে জোয়ার ও তার সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে। সেই কারণে সমুদ্র আরও বেশি উত্তাল হয়ে উঠেছে। মেঘলা আবহাওয়া। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে দিঘায়। যত সময় গড়াবে, বৃষ্টি তত বাড়বে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। আগাম সতর্কতা হিসেবে সোমবার থেকে আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে পর্যটকদের নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তীকালে আবহাওয়া দফতরের কাছ থেকে বিস্তারিত তথ্য আসার পর পূর্ব মেদিনীপুর প্রশাসন নয়া নির্দেশিকা জারি করবে। ইতিমধ্যে দিঘায় জোর কদমে মাইকিং শুরু হয়ে গিয়েছে। সৈকত নগরী ছাড়তে শুরু করেছেন পর্যটকরা। তবে দিঘা উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মণ্ডল জানান, পর্যটকদের দিঘা ছাড়ার বিষয়ে কোনও সরকারি নির্দেশ এখনও আসেনি। তবু সচেতন থাকতে হবে।