দুধের কন্টেনারে আস্ত গরু! দুর্ঘটনায় পড়তেই ফাঁস অভিনব কায়দায় ‘পাচার’-এর চাল

দুধের কন্টেনারে আস্ত গরু! দুর্ঘটনায় পড়তেই ফাঁস অভিনব কায়দায় ‘পাচার’-এর চাল

কলকাতা: দুধের গাড়িতে দুধ নয়, মিলল আস্ত গরু! দুর্ঘটনার কবলে পড়ে কন্টেনার উল্টাতেই চিচিং ফাঁক৷ যা দেখে চোখ ছানাবড়া প্রত্যক্ষদর্শীদের৷ গাড়ির দরজা খুলতেই বেরিয়ে এল একের পর এক গরু৷ 

আরও পড়ুন- অসময়ে চলে গেলেন তরুণ সাংবাদিক স্বর্ণেন্দু দাস, শোকস্তব্ধ সংবাদমহল

অভিযোগ, দুধের গাড়ি করে অভিনব কায়দায় গরু পাচার করা হচ্ছিল৷ কিন্তু, পুরুলিয়ার ৬০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই কন্টেনার৷ গাড়ির দরজা খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে গরু৷ ওই কন্টেনার থেকে মোট ২২টি গরু উদ্ধার করেছে পুলিশ৷ তবে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫টি গরুর৷ জখম আরও পাঁচ৷ গাড়ির চালক ও খালাসিকে আটক করা হয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চাষের কাজের জন্য বিহারের ঔরঙ্গাবাদ থেকে কলকাতায় আনা হচ্ছিল গরুগুলিকে৷ যদিও গাড়ি থেকে গরু মিলতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ বিরোধীদের দাবি তৃণমূলের মদতে দুধের গাড়িতে গরু পাচার হচ্ছিল৷  

প্রসঙ্গত, দিন কয়েক আগেই গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল৷ আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন তিনি৷ তাঁর গ্রেফতারির পরেও জেলার বিভিন্ন জায়গা থেকে মিলছে গরু পাচারের খবর৷ শুধু পাচার নয়, এবার বেশ অভিনব কায়দায় গরু পাচার করা হচ্ছিল পুরুলিয়ায়৷ 

এদিন দুধের ওই কন্টেনার উল্টে যাওয়ার পরই সেখানে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁরা ভেবেছিলেন ভিতরে হয়তো অনেক দুধ রয়েছে৷ কিন্তু, দরজা খুলতেই চোখ কপালে ওঠে তাঁদের৷ দেখেন সেখানে বাঁধা রয়েছে সারি সারি গরু৷ তাঁরাই এগিয়ে এসে গরুগুলিতে উদ্ধার করে৷ গরুগুলি সত্যই চাষের কাজে ব্যবহার করার জন্য আনা হচ্ছিল নাকি, অভিনব কায়দায় পাচারের চেষ্টা চলছিল তা খতিয়ে দেখা হচ্ছে৷  

এদিকে, দুধের কন্টেনার থেকে আস্ত গরু উদ্ধার হতেই আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ টুইট করে তিনি বলেন, ‘‘নতুন নতুন পদ্ধতিতে গরু পাচারের উপায় খোঁজার জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে নির্দেশ দিয়েছে তাদের কিংপিন৷ পুষ্পা ছবি থেকে অনুপ্রাণিত হয়ে আমুল (দুধ)-এর কন্টেনারে পুরুলিয়ায় গরু পাচার করা হচ্ছিল৷ কিন্তু গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ায় সব পর্দা ফাঁস হয়ে গেল।’’ সরব হয়েছে জেলা বিজেপিও। দলের জেলা সাধারণ সম্পাদক আবদুল আলিম আনসারি বলেন, ‘ দুধের গাড়ির মধ্যে থেকে গরু উদ্ধারের পর এলাকার মানুষ বলছে,  এইভাবে হয়ত পুলিশ ও তৃণমূল নেতাদের মদতে রমরমিয়ে গরু পাচার চালাচ্ছে।’ অন্যদিকে, তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথৌরিয়া বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷ তদন্ত হোক। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। এটা পুলিশের ব্যাপার।’