প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শিক্ষা পর্ষদ

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শিক্ষা পর্ষদ

615c32c5218b682b37baf2406dfa62d2

কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিঙ্গের বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল শিক্ষা পর্ষদ৷ মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷ 

আরও পড়ুন- ফ্ল্যাট থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ! রাজস্থান থেকে কলকাতায় এসে রহস্যমৃত্যু

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এদিন আইনজীবীরা বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন জানান৷ তাঁরা জানান, প্রাথমিকের মামলাগুলির ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের তরফে যে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই নির্দেশগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা মামলা দায়ের করতে চান৷ তাঁদের মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ৷ আগামী সোমবার ডিভিশন বেঞ্চে প্রাথমিকে নিওগ দুর্নীতি মামলার শুনানি৷ 

উল্লেখ্য, প্রাথমিকের দুটি মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ উপেন বিশ্বাসের রচিত চরিত্র বাগদার রঞ্জন আসলে কে? যাঁর প্রকৃত নাম চন্দন মণ্ডল৷ এই রঞ্জনের বিরুদ্ধেই চাকরি বিক্রির অভিযোগ রয়েছে৷ তাঁকে খুঁজে বার করার জন্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ পাশাপাশি প্রাথমিকে দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগে ২৬৯ জন প্রার্থীর চাকরি বাতিল করা হয়েছে এবং সেই মামলার তদন্তভারও সিবিআই-এর হাতেই সঁপে সিঙ্গেল বেঞ্চ৷ 

কিন্তু বুধবার একটি স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বলা হয়, এই সিট শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতি ছাড়া অন্য কোনও মামলার তদন্ত করবে না৷ এবং সিট-এর কোনও অফিসারকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বদলি করা চলবে না৷ আদালতের নজরদারিতে তদন্ত চলবে৷ সিঙ্গেল বেঞ্চের সেই সকল নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ 

প্রসঙ্গত, এসএসসি’র নিয়োগ দুর্নীতি মামলাতেও সিঙ্গের বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছিল৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়৷