জলপাইগুড়ির বুথে কংগ্রেস প্রার্থীকে পুলিশের ঘাড়ধাক্কা, ব্যাপক উত্তেজনা

জলপাইগুড়ির বুথে কংগ্রেস প্রার্থীকে পুলিশের ঘাড়ধাক্কা, ব্যাপক উত্তেজনা

জলপাইগুড়ি: উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলার ১২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী নারায়ণচন্দ্র সরকারকে ঘাড় ধাক্কা পুলিশের৷ জলপাইগুড়ি হাইস্কুলের বুথের ঘটনা৷ কংগ্রেস প্রার্থীর অভিযোগ, বুথে তৃণমূলের প্রার্থী ও তাঁর সমর্থকরা এখানে প্রচার চালাচ্ছিলেন৷  অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, কংগ্রেসপ্রার্থী ভোটারদের প্ররোচনা করছিলেন৷ পুলিশের কাছে অভিযোগ করতেই বুথ থেকে কংগ্রেস প্রার্থীকেই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়৷ সেই সঙ্গে বার করে দেওয়া হয় অন্যান্য দলের প্রার্থীদেরও৷ 

আরও পড়ুন- খড়গপুরে উত্তেজনা, বুথে মোবাইল ফোনে নজরদারির অভিযোগ BJP প্রার্থী হিরণের

কংগ্রেসের অভিযোগ, এখানে বুথ জ্যাম করার অভিযোগ করেছে শাসক দল৷ এই স্কুলের সামনে সকাল থেকে ভিড় করেছে বহু বহিরাগত৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় জলপাইগুড়ি হাইস্কুলের সামনে৷ অন্যদিকে এদিন সকালে জলপাইগুড়ি পুরসভার ৭ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী টিনা গঙ্গোপাধ্যায়ের পোলিং এজেন্ট গ্রেফতার করে পুলিশ। বিজেপি প্রার্থী তথা বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি টিনা গঙ্গোপাধ্যায় অভিযোগ, গতকাল রাতে তাঁর পোলিং এজেন্টকে তাঁদের নির্বাচনী কার্যালয় থেকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।