শিক্ষায় দুর্নীতি, রাজ্যের পরবর্তী প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, দাবি কংগ্রেস নেতার

শিক্ষায় দুর্নীতি, রাজ্যের পরবর্তী প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, দাবি কংগ্রেস নেতার

কলকাতা: সোমবার ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশের নবম-দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের পাশে দাঁড়ালেন কলকাতার কংগ্রেস নেতা আশুতোষ মুখোপাধ্যায়। পাশাপাশি শিয়ালদহের মৌলালীতে বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন RYA, AISA, AIPWA যৌথ ভাবে এসএসসি দুর্নীতির বিরুদ্ধে সরব হয়। উপস্থিত ছিলেন RYA রাজ্য কার্যকরী প্রেসিডেন্ট সজল দে এবং রাজ্য সম্পাদক রনজয় সেনগুপ্ত।

কংগ্রেস নেতা অশুতোষ মুখোপাধ্যায় বলেন, ‘মু্খ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করব, উনি দয়া করে যেন এদিকে দৃ্ষ্টি দেন। আপনি বিভিন্ন দফতরে যাঁদের রেখেছিলেন, তাঁরা যে অপদার্থ তা প্রমাণ হয়ে গিয়েছে। আমাদের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও বার বার চিঠি লিখেছেন। মানবিকতার স্বার্থে চিঠি লিখেছেন।’  তিনি এই হবু শিক্ষক-শিক্ষিকাদের মানুষ তৈরির কারিগর বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, পরবর্তী প্রজন্ম যদি উপযুক্ত শিক্ষা না পায়, সেক্ষেত্রে রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে। কংগ্রেস নেতা বলেন, ‘বাংলার পরবর্তী প্রজন্ম তৈরির যাঁরা কারিগর, সেই শিক্ষকদের আর কতদিন রাস্তায় বসতে হবে।’ 

আশুতোষ মুখোপাধ্যায় বলেন, আর কতদিন তাঁদের এই লড়াই করতে হবে। কেউ সংসার ছেড়ে লড়াই করছেন। কেউ আবার কোলের শিশুকে সঙ্গে নিয়ে লড়াই করছেন। তিনি বলেন, দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। মানুষের হাতে অর্থ নেই। মানুষের হাতে কাজ নেই। সমস্ত ক্ষমতা সমস্ত অর্থ দেশের ২-৩ শতাংশ মানুষের হাতে রয়েছে। বাকি দেশের মানুষ আর্থিকভাবে পঙ্গু হয়ে গিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − seven =