কলকাতা: পয়লা মে রামকৃষ্ণ মিশনের একশো পঁচিশ তম প্রতিষ্ঠা দিবস ও স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্ম বার্ষিকী৷ এদিন সকলে নদীয়ার নবদ্বীপে রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে বের হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা।
এদিনের এই শোভাযাত্রায় নবদ্বীপের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিবাবকপা শোভাযাত্রায় অংশ গ্রহন করে। এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রা নবদ্বীপের প্রাচীন মায়াপুর রামকৃষ্ণ মিশন থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করেন৷ নবদ্বীপ পোড়ামা তলায় নেতাজি মূর্তি ও রাধাবাজার পার্কে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ।
রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে বেলুড় মঠে। আজ এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে ভক্ত সম্মেলনে যোগ দেওয়ার জন্য বেলুড় মঠ থেকে ভক্তদের জন্য প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে সকলেই আসতে পারবেন বলে মঠ সূত্রে জানানো হয়েছে। গতকাল প্রবল দুর্যোগের মধ্যেও বেলুড় মঠের তরফ থেকে এই অনুষ্ঠানের জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়। আজ সকাল থেকেই বেলুড় মঠে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। প্রত্যেকেই এই অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে হাজির হয়েছেন।