ভগবানপুর: জুয়ার ঠেকে হানা দিয়ে অসামাজিক কাজকর্ম বন্ধ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানায় দ্বারিমারাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সুব্রত কর (৩২)। তার বাড়ি গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি গ্রামে। মৃত্যুর খবর পেয়ে থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের বাসিন্দারা।
সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর ভগবানপুরে দ্বারিমারাতে একটি বাড়িতে জুয়ার আসর বসেছে। এই খবর কানে আসার পরই সোমবার সন্ধ্যায় সেই আসরে হানা দেয় ভগবানপুর থানার পুলিশ। দুষ্কৃতিকারীদের ধরতে সিভিক ভলেন্টিয়ার সুব্রত কর বাড়ির দোতালায় ছাদে উঠে পড়ে। সেখানে বিদ্যুতের কাটা লাইনে পৃষ্ট হয় ওই সিভিক ভলেন্টিয়ার। এরপর জখম সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর ভগবানপুর বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকার কয়েক শতাধিক বাসিন্দা ভগবানপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। শুধু তাই নয় ভগবানপুর থানার সামনে হাজির হন কয়েকশো বাসিন্দারা। অবশেষে পুলিশ বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ভগবানপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় ভগবানপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ও জেলা পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।