কলকাতা: ফের শহরে চিটফান্ডের হদিশ। এন্টালি এলাকায় চিটফান্ডের পর্দা ফাঁস হল। কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে নাসিক থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। তিনি একজন মহিলা এবং তার নাম লিজা মুখোপাধ্যায়। এই ঘটনার পর্দা ফাঁস করতে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে লালবাজার। তারপরেই প্রকাশ্যে এল এই চাঞ্চল্যকর প্রতারণার বিষয়টি।
আরও পড়ুন- আনিসের বাবা ক্ষমা না চাইলে দায়িত্ব থেকে সরবেন বিচারপতি! কী ঘটনা
পুলিশ সূত্রে খবর, স্কুল, বিউটি পার্লার, ট্রেনিং ইন্সটিটিউট, গিফট শপের নাম করে প্রতারণা করা হত। এইভাবে সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে এখনও পর্যন্ত কয়েক কোটি টাকা প্রতারণা করা হয়েছে বলেই জানা গিয়েছে। গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য এন্টালিতে অফিস খোলা হয়েছিল। সেখান থেকেই যাবতীয় প্রতারণার কাজ করত এই লিজা মুখোপাধ্যায়। অবশেষে মোবাইল লোকেশন খতিয়ে দেখে মহারাষ্ট্রের নাসিক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হবে বলেই খবর। তবে অনুমান করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িয়ে আছে। তাই কাদের যোগ আছে, বা আদৌ আছে কিনা তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত শনিবার এই মহিলার বিরুদ্ধে এন্টালি থানায় অভিযোগ দায়ের হয়। জানান হয়, এলিজাবেথ লিজা মুখোপাধ্যায় নামের এই মহিলা কমপক্ষে হাজার জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। সেগুলি নির্দিষ্ট সময়ের পর দিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এখন তার পাত্তা নেই। টাকা ফেরত দেওয়ার কথা বলা ছাড়াও দামি উপহার দেবে বলেও দাবি করেছিল এই লিজা। কিন্তু সে পালিয়ে গিয়েছে বলেই দাবি করা হয়। পুলিশ জানতে পারে যে একাধিক থানাতে এই মহিলার নামে অভিযোগ দায়ের হয়েছে। তাই তারা সঙ্গে সঙ্গে লালবাজার থেকে স্পেশাল টিম গঠন করে তদন্তের জন্য। খবর মিলেছে, এই মহিলা শুধু এন্টালি নয়, বেনিয়াপুকুর, পার্ক সার্কাসের মতো জায়গাতেও প্রতারণা করেছে।