উপকূলের আরও কাছে ‘অশনি’, নবান্নে জরুরি বৈঠক জাকলেন মুখ্য সচিব

উপকূলের আরও কাছে ‘অশনি’, নবান্নে জরুরি বৈঠক জাকলেন মুখ্য সচিব

কলকাতা:  ‘অশনি’ নিয়ে তৎপর রাজ্য প্রশাসন৷ নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ঠিক কী কী সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে৷ কারণ ইতিমধ্যেই  ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করেছে  ‘অশনি’। দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়৷  হাওয়া অফিস জানাচ্ছে, ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে অশনি। বর্তমানে পুরী থেকে ৬৮০ কিলোমিটার দূরে এবং অন্ধ্র থেকে ৬৪০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। মঙ্গলবার রাত পর্যন্ত উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অশনি’র অবস্থান করবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর৷ তারপর ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিক পরিবর্তন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে অবস্থান করবে বলেই মনে করা হচ্ছে৷ 

আরও পড়ুন- রুদ্র রূপে এগোচ্ছে ‘অশনি’, কলকাতায় শুরু তুমুল বৃষ্টি

এদিকে অশনি’র কারণে জেলা সফর পিছিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে খবর, ১০ মে-র পরিবর্তে আগামী ১৭ মে মেদিনীপুর কলেজিয়েট স্কুল ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে নিয়ে বৈঠকে বসবেন তিনি। ১৮ মে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক এবং পঞ্চায়েত স্তরীয় নেতাদের নিয়ে বৈঠক৷  ১৯ মে ঝাড়গ্রামে যাবেন মমতা৷  আপাতত ‘অশনি’ নিয়ে তৎপর রাজ্য প্রশাসন৷