কলকাতা: অমিত শাহের বঙ্গ সফরের মাঝেই কাশীপুরে মৃত্যু হয়েছে বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়ার। এই মৃত্যু নিয়ে এখন রহস্য রয়েছে কারণ অনেকের মতে এটি আত্মহত্যা, আবার বিজেপি দাবি করছে এটি খুন। তৃণমূল আবার পুরো বিষয়টিকে পরিকল্পিত বলছে। সব মিলিয়ে এই মৃত্যু নিয়েও রাজনৈতিক উত্তাপ বেড়েছে বাংলায়। আপাতত আদালতে চলে গিয়েছে এই মামলা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। এই আবহে অমিত শাহকে কটাক্ষ করে প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর প্রশ্ন, অমিত শাহ কি রাজনৈতিক জ্যোতিষী?
আরও পড়ুন- বিনা বিচারেই কি মুক্তি হবে পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার মূল অভিযুক্তের?
আসলে আজ নিজের কর্মসূচি বদলে কাশীপুরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে অর্জুনের পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন যে, এই ঘটনা রাজনৈতিক হত্যা, বাংলায় বিরোধী নেতা, কর্মীদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। এই বক্তব্যের প্রেক্ষিতেই চন্দ্রিমার কথা, অমিত শাহ কী ভাবে জানলেন এটা রাজনৈতিক হত্যা? তিনি এলেন আর বলেই দিলেন এটা রাজনৈতিক খুন। কোনও তদন্তের দরকার নেই, কিছু জানার দরকার নেই, তিনি শুধু বলে দিলেন। তাহলে তিনি কি রাজনৈতিক জ্যোতিষী, প্রশ্ন তুলে কটাক্ষ করেন চন্দ্রিমা।
শাহের বক্তব্য, বাংলায় যেভাবে পরপর সিবিআই তদন্তের দাবি উঠছে তা সারা দেশের কোথাও হয় না। এর থেকেই বোঝা যায় যে, বাংলার অবস্থা কেমন। তিনি জানান, পরিবারের সঙ্গে তিনি কথা বলে জেনেছেন যে কী ভাবে তাদের মারা হয়েছে, জোর করে অর্জুনের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। শাহের দাবি, সারা বাংলায় বিরোধী নেতাদের বেছে বেছে হত্যা করার একের পর এক উদাহরণ সামনে আসছে।