রাজ্যপাল সই না করলে শিশুসুলভ আচরণ হবে, আচার্য বিল নিয়ে কটাক্ষ চন্দ্রিমার

রাজ্যপাল সই না করলে শিশুসুলভ আচরণ হবে, আচার্য বিল নিয়ে কটাক্ষ চন্দ্রিমার

কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরিয়ে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্বায়িত্ব দিতে মঙ্গলবার বিধানসভায় স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করলেন ‘দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব্ হেলথ সায়েন্সেস্ (অ্যামেন্ডমেন্ট) বিল ,২০২২’। রাজ্যপাল এই বিলে সই করবেন কিনা তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলায় চন্দ্রিমা বলেন, সংবিধানে স্বাস্থ্য যৌথ তালিকাভুক্ত বিষয়। কেন্দ্রের মতো রাজ্যেরও অধিকার আছে আইন প্রণয়নের। এরপর কেউ যদি বলে সই করবেন না, তাহলে তা শিশু সুলভ আচরণ হবে।

আরও পড়ুন-  সিপিএমের পুরনো প্যাডে চাকরির সুপারিশ! কাগজের ছবি ভাইরাল

তিনি আরও জানান, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ইউজিসির অনুমোদনপ্রাপ্ত হলেও কোনও কেন্দ্রীয় অনুদান মিলছে না, তবে রাজ্য সরকার উদার হাতে এই বিশ্ববিদ্যালয়কে অর্থ সাহায্য করছে। ২০২১-২২ সালে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে ৫৫.৬৩ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। ২০০৩ সালে বাম আমলে প্রতিষ্ঠিত এই বিশ্ব বিদ্যালয়কে ঢেলে সাজিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সব পদক্ষেপের কথা তুলে ধরে চন্দ্রিমা বলেন, ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত ৭৯ টি কলেজ এর আওতায় ছিল। ২০১১ থেকে এ পর্যন্ত তা বেড়ে ২২৯ টি কলেজ হয়েছে। স্নাতক নিম্ন থেকে স্নাতকোত্তর স্তরে ১৪৬ টি কোর্স পড়ানো হয়।

এদিকে, বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা এই বিলের বিরোধিতা করেন। তীব্র সমালোচনা করেন রাজ্যপালকে সরিয়ে আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীকে আনার। বিরোধী বিধায়ক অগ্নিমিত্রা পাল, মুকুটমণি অধিকারী, শঙ্কর ঘোষ, অম্বিকা রায়ও একত্রে এই বিলের বিরোধিতা করেছেন। শাসক দলের বিধায়ক নির্মল মাঝি, মধূসূদন ভট্টাচার্য, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়রা বিলের সমর্থনে বক্তব্য রাখেন। আলোচনার শেষে ভোটাভুটিতে বিলটি সভায় গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − six =