কলকাতা: আসানসোলের মেয়রের জরিমানা চেয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে। ৫ লক্ষ টাকা জরিমানা চেয়ে হাইকোর্টে মামলা। এই মামলা দায়ের করেছেন প্রাক্তন আসানসোল মেয়র জিতেন্দ্র তিওয়ারি জায়া তথা পুরসভার বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারি। আদালতের বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে মামলা দায়ের হয়েছে। কিন্তু ঠিক অভিযোগ রয়েছে?
আরও পড়ুন- অর্জুনের জায়গায় এবার শুভেন্দু! বড় দায়িত্ব পাচ্ছেন বিরোধী দলনেতা
মামলা দায়ের করে দাবি করা হয়েছে, মেয়র শপথের ২ মাস পেরিয়ে গেলেও গঠিত হয়নি মেয়র পারিষদ বর্গ। নাগরিক পরিষেবা সেই কারণে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পাশাপাশি আইন ভাঙার অভিযোগও রয়েছে মেয়রের বিরুদ্ধে। এই কারণেই কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে ও জরিমানা করার আবেদন নিয়ে মামলা দায়ের করা হয়েছে। আগামী ৯ জুন এই মামলার শুনানির সম্ভাবনা। বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় আসানসোলের মেয়র। গত ২৫ ফেব্রুয়ারি আসানসোল পুরসভার নতুন মেয়র হিসেবে শপথ নিয়েছেন তিনি।
পুরসভার বিরোধী নেত্রী চৈতালির প্রশ্ন, ভোট শেষে মেয়র পারিষদ গঠন কেন করা হবে না? একই সঙ্গে সংশ্লিষ্ট সব জায়গায় চিঠি দিয়েও কোনও লাভ হয়নি বলেই আরও অভিযোগ তাঁর। তাই আর কোনও উপায় না দেখে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন চৈতালি।