কলকাতা: বেনজিরভাবে এসএসসি মামলায় রাত ১১ টায় শুরু হয় মামলার শুনানি, আর তাতে নির্দেশ দেওয়া হয়েছিল যে, এসএসসির দফতরে মোতায়েন থাকবে সিআরপিএফ৷ আজ দুপুর থেকে কেউ এসএসসির অফিসে ঢুকতে পারবে না৷ থাকবে সিসিটিভি নজরদারিও। এখন আরও জানিয়ে দেওয়া হল, আচার্য সদনে সিআরপিএফ থাকবে আগামীকাল পর্যন্ত।
আরও পড়ুন: নিয়োগ বিতর্কের মাঝেই পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান
কিন্তু আদালত এও জানিয়েছে যে, বেশ কয়েক জন সেখানে প্রবেশ করতে পারেন। তারা হলেন, চেয়ারম্যান, তার অ্যাডভাইজর, সেক্রেটারি, সহকারি সেক্রেটারি, ও দুই স্টেনো। এছাড়া জানান হয়েছে, দোতলায় ডাটা রুমের সামনে ২৪ ঘন্টা দু’জন সিআরপিএফ জওয়ান মোতায়েন থাকবেন। সিবিআই ডাটা রুমের দখল নেবে। আদালত আরও জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের ডাটার প্রয়োজন হলে আদালতে আসতে হবে। ডাটা রুমে সিবিআই-এর নজরই থাকবে। সিবিআইকে সাড়ে ছ’টার মধ্যে ডাটা রুম সিল করতে হবে।আসলে এসএসসি চেয়ারম্যান বদল হওয়ার জন্য তাঁদের প্রমাণ যাতে কোনও ভাবে লোপাট না হয়, তা নিশ্চিত করতে প্রধান বিচারপতির বেঞ্চে আপিল করা হয় চাকরিপ্রার্থীদের তরফে৷ সেই আপিলের পরিপ্রেক্ষিতে গত দিন রাতেই শুরু হয় মামলার শুনানি৷ প্রধান বিচারপতি নির্দেশে রাতেই শুনানির প্রক্রিয়া শুরু হয়৷
এসএসসির চেয়ারম্যান পদে সিদ্ধার্থ মজুমদারের ইস্তফা দেওয়ার পর নতুন করে শুরু হয়েছিল জল্পনা৷ তাঁর কাছে থাকা যাবতীয় নথি কোথায় থাকবে, সেগুলি নষ্ট করে দেওয়া হতে পারে বলে আগেই অভিযোগ জানিয়েছিল মামলাকারীর পক্ষ থেকে। মামলাকারীদের পক্ষ থেকে আবেদন করা হয়, যে সমস্ত নথি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কাছে ছিল, সেগুলি যেন সুরক্ষিত করে রাখা হোক হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে৷ এসএসসির অফিসে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক বলেও আবেদন জানানো হয়েছে চাকরিপ্রার্থীদের তরফে৷