কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের এখনও বেশ কিছুটা দেরি আছে। কিন্তু রাজনৈতিক টক্কর বলা যেতে পারে এখনই শুরু হয়েছে। অন্তত প্রচারের ক্ষেত্রে যে জোর দেওয়া হচ্ছে তা বলাই যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, বছরের শুরুতেই হতে পারে এই ভোট। তাই এখন থেকেই পুরোদমে প্রস্তুতি নিচ্ছে দলগুলি। এই যেমন সিপিএম সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রচার শুরু করে দিয়েছে। তাঁরা নতুন কর্মসূচি এনেছে। নাম দেওয়া হয়েছে ‘নজরে পঞ্চায়েত’।
আরও পড়ুন- বাগুইআটির জোড়া খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড সত্যেন্দ্র, হাওড়া স্টেশন থেকে ধরল পুলিশ
খাতায় কলমে হিসেব করলে দেখা যাবে, পঞ্চায়েত নির্বাচনে আর ৫ থেকে ৬ মাস বাকি। কিন্তু প্রচারের ঝড় এখন থেকেই শুরু করে দিয়েছে রাজনৈতিক দলের কর্মীরা। শীর্ষ নেতৃত্ব থেকেও একাধিক নির্দেশ আসছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো সব কাজ শেষ করার ‘টার্গেট’ পর্যন্ত দিয়ে দিয়েছেন। লড়াইয়ে পিছিয়ে নেই বিজেপিও। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়ল সিপিএম। এই ‘নজরে পঞ্চায়েত’ কর্মসূচির মাধ্যমে তাঁরা গ্রাম বাংলার অন্দরে পৌঁছনোর চেষ্টা করছে। তবে কী এই কর্মসূচি? আসলে একটি হেল্পলাইন নম্বর চালু করেছে লাল বাহিনী। সেখান থেকে জানা যাবে পঞ্চায়েত স্তরের দুর্নীতি থেকে নির্বাচনে শাসকদল এবং বিজেপির আগ্রাসনের কথা। এছাড়াও একাধিক বিষয়ে পরামর্শও দেওয়া হবে।
সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে তাতে বলা হয়েছে, ”তৃণমূল সরকারের আমলে বাংলা সাক্ষী থাকছে স্বাধীনতা পরবর্তী সময়ের বৃহত্তম রাজনৈতিক, প্রশাসনিক দুর্নীতির।” উল্লেখ করা হয়েছে কয়লা, বালি, সারদা, নারদা, শিক্ষা, নিয়োগ এই সংক্রান্ত দুর্নীতির কথা। এছাড়াও বগটুই কাণ্ড, একাধিক নেতাদের প্রাসাদসম বাড়ির কথাও বলা হয়েছে, খোঁচা দেওয়া হয়েছে বিজেপিকেও।