কলকাতা: জন সাধারণের যাবতীয় সমস্যা সমাধানে তৃণমূল কংগ্রেস চালু করেছিল ‘দিদিকে বলো’ কর্মসূচি। শাসক শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই কর্মসূচি বিরাট সফল। কিন্তু বিরোধীরা প্রথম থেকেই একে কটাক্ষ করে এসেছিল। এখন সেই ‘দিদিকে বলো’র আদলে সিপিএম ‘পার্টিকে বলো’ কর্মসূচি শুরু করতে চলেছে বলে খবর। দলের দাবি, তৃণমূল কংগ্রেসের ‘দুর্নীতি’ ধরতেই এই অভিযান শুরু করতে চলেছে তারা।
আরও পড়ুন- দেদার খরচ পুরসভার, ৫০ হাজার টাকা বেশি পাবেন মেয়র পারিষদরা
সিপিএম জানাচ্ছে, এই কর্মসূচিতে রেড ভলেন্টিয়ারদের পথে নামানো হবে এবং একই সঙ্গে সাধারণ মানুষকেও যুক্ত করা হবে। কিছুদিন আগেই রাজ্য সিপিএমের নতুন সম্পাদক হয়েছে মহম্মদ সেলিম। রাজ্য সম্পাদক হওয়ার পর এটাই তাঁর প্রথম বড় কর্মসূচি। দলের বক্তব্য, নীচু তলার কর্মীদের থেকে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা হবে এই কর্মসূচির মাধ্যমে। পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আছে বলে অভিযোগ করছে সিপিএম। এই কর্মসূচির মাধ্যম সেই দুর্নীতির কথা তুলেই বা মানুষের সমস্যা শুনে সেই হিসেবে পদক্ষেপ, আন্দোলন করতে চায় তারা।
এই প্রসঙ্গে সিপিএম নেতা শমীক লাহিড়ি জানিয়েছেন, তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে নীচু তলা পর্যন্ত দুর্নীতিতে ভরে গিয়েছে। এমন কোনও চাকরি নেই যেখানে দুর্নীতি নেই। মাফিয়া, পুলিশ, তৃণমূল সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ অসহায়। সেই কারণে তাদের স্বার্থে, তাদের সঙ্গে নিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, পাড়ায় পাড়ায় মানুষ আছে বলেই তো সিপিএম শূন্যে পরিণত হয়েছে। মানুষ আছে বলেই ৩৪ বছর রাজত্ব করার পর সিপিএম প্রত্যাখ্যাত হয়েছে। তাদের দুর্নীতি, সন্ত্রাস সম্পর্কে মানুষ সচেতন।