কলকাতা: নেতাই গণহত্যা মামলায় মূল অভিযুক্ত সিপিএম নেতা রথীন দণ্ডপাটের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তবে একই মামলায় অন্য দুই অভিযুক্ত পিন্টু রায় ও গণ্ডিবন রায়ের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। নেতাই গণহত্যা মামলার যে চার্জশিট পেশ করেছিল সিবিআই তাতে এই দুজনকে বন্দুকবাজ বলে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ প্রায় ১১ বছরেরও বেশি সময় ধরে তারা জেলে রয়েছে।
আরও পড়ুন: সংশোধনাগারে ‘অত্যাধিক’ বন্দি, সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের
জেল বন্দিদের আইনজীবী দাবি করেন, গণহত্যা মামলায় ১১৫ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২৬ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। যদিও তারা কেউ টিআই প্যারেডে ধৃতদের চিহ্নিত করেনি। এই বক্তব্য শোনার পরেই আদালত ৫০ হাজার টাকা করে ব্যক্তিগত বন্ডে ধৃতদের শর্ত সাপেক্ষে জামিন দেয়। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ অবশ্য রথীন দণ্ডপাটের জামিন মঞ্জুর করেনি কারণ তাঁর বিরুদ্ধে ওই হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে।
মাওবাদীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের প্রতিবাদে মিছিল মিছিল করেছিল নেতাইয়ের গ্রামবাসীরা। ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মারা যান ন’জন গ্রামবাসী। জখম হয়েছিলেন ২৮ জন। অভিযোগ ছিল, স্থানীয় সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা সেই মিছিল লক্ষ্য করে গুলি চালায়। মোট ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতার হয় ১২ জন।