কলকাতা: জেলা সফরের মাঝে এদিন মিনি সুন্দরবন পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবনের পর্যটন অবস্থা এবং সম্ভাবনা দুইই খতিয়ে দেখতে তিনি এদিন সেখানে পৌঁছন বলে খবর। ইছামতী নদীপথে লঞ্চে চড়তে দেখা যায় মুখ্যমন্ত্রীকে এবং সেভাবেই তিনি এলাকা পরিদর্শন করেন। এদিন টাকি থেকে জলপথে মিনি সুন্দরবন দর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা ও অন্য আত্মীয়রা। নদীপথে বসিরহাট এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। চক খাঁপুকুর প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন- বরানগর প্রতিবন্ধী হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ, বিক্ষোভে পড়ুয়ারা
জানা গিয়েছে, বিদ্যালয়ে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। এছাড়া বেশকিছু সামগ্রী সেইসব স্কুলের বাচ্চাদের দিয়েছেন তিনি। অন্যদিকে, এলাকা পরিদর্শনের সময়ও গ্রামবাসীদের শীতবস্ত্র বিতরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে। মঙ্গলবার হিঙ্গলগঞ্জে সভা করে এসেছেন মুখ্যমন্ত্রী, সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে আরও বেশি করে মিশে যাওয়ার প্রয়াস করেছেন। এদিনও মিনি সুন্দরবন এলাকায় একই কাজ করছেন তিনি। প্রত্যন্ত আরও গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে তিনি আরও আলাপ জমাবেন এই সফরে।
মিনি সুন্দরবনে মুখ্যমন্ত্রী, পরিদর্শন করলেন বিভিন্ন এলাকা
মঙ্গলবারই মুখ্যমন্ত্রী জানান, সুন্দরবনকে জেলা বানানোর প্রশাসনিক প্রস্তুতি শেষ। সুন্দরবনকে জেলা ঘোষণা করা হচ্ছে পাশাপাশি হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনাখাঁ স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে। এছাড়া সুন্দরবন্দর উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।