দার্জিলিং: জল্পনা ছিল তিন জনের সাক্ষাৎ হবে, সেই মতো দেখা হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড় এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। এই মুহূর্তে দার্জিলিঙে রয়েছেন তিনজনেই। সেখানের রাজভবনে সাক্ষাৎ করলেন তাঁরা। যদিও একে সৌজন্য সাক্ষাৎ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাক্ষাৎ নিয়ে একটি ভিডিও টুইট করে শেয়ার করেছেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়।
আরও পড়ুন- চন্দ্রমুখী আলু বিকচ্ছে ৪০ টাকায়, সেঞ্চুরির দোরগোড়ায় বেগুন! আকাশ ছোঁয়া মাছ-মাংস
ঠিক কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে তা জানা যায়নি তবে পুরো বিষয়টি যে সৌজন্য সাক্ষাৎ তা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানান, আমন্ত্রণে সাড়া দিয়ে দার্জিলিংয়ের রাজভবনে আসা। তবে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি যোগ দিয়েছিলেন নেপালি কবি ভানু ভক্তের জন্মদিবস অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের জন্যই পাহাড়ে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে কী কারণে অসমের মুখ্যমন্ত্রী সেখানে তা কৌতূহল বাড়িয়েছে। তবে সব মিলিয়ে রাজনৈতিক পারদ হু হু করে বেড়েছে শৈল শহরে।
তবে আজই বাগডোগরায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে তিনি সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কর্মসংস্থান এবং শাসনব্যবস্থা নিয়ে তোপ দাগেন। রাজ্যপাল বলেন, বিগত তিন বছর ধরে তিনি অনেক কথাই শুনেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিনিয়োগ, চাকরির নতুন সুযোগ নিয়ে অনেক কথাই বলেছে রাজ্য সরকার। তবে সেই মতো কোনও কাজ হয়নি।