চিনে ছড়াচ্ছে করোনা! উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর, তৈরি নজরদারি কমিটি

চিনে ছড়াচ্ছে করোনা! উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর, তৈরি নজরদারি কমিটি

কলকাতা: কিছুদিন আগেই চিনে শিথিল হয়েছিল কোভিড বিধি। কিন্তু তার মধ্যেই আবার নতুন করে ভাইরাস আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, শেষ কয়েক দিন বিপুলভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের বেশ কয়েকটি শহরে। এমনকি পরিস্থিতি এমনই যে, হাসপাতালের পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এই পরিস্থিতি নিয়ে ভয় পাচ্ছে ভারতও। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সতর্কতা জারি করেছে। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বেগ প্রকাশ করলেন। আর তার সঙ্গে একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন- লালন মৃত্যুর তদন্তে সিআইডি, ভরসা রাখল হাইকোর্ট

বুধবার মুখ্যমন্ত্রী করোনা বিষয়ক এক নজরদারি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সেই মতো কমিটিও গঠন করেছে স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই ওই কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের স্বাস্থ্যসচিবকে। এছাড়াও ওই কমিটিতে করোনা চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে এমন কোভিড বিশেষজ্ঞদের রাখা হবে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, কোভিড পরিস্থিতির বিষয়ে ভবিষ্যতে কী কী নির্দেশিকা জারি করা যেতে পারে সেই সংক্রান্ত আলোচনা খুব শীঘ্রই করবে এই কমিটি। অনুমান করা হচ্ছে, আগের মতো আবার মাস্ক পরা, পারস্পরিক দূরত্বের ওপর জোর দেওয়ার মতো বিষয়ে নজর দেওয়া হবে। প্রসঙ্গত, গত শনিবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে গিয়েছিল। এর পর মঙ্গলবারই রাজ্যে আবার সাত জন করোনা আক্রান্ত হয়।

এদিকে, ২ বছর ১০ মাস পর রাজ্যে বন্ধ হয়ে গেল দৈনিক কোভিড বুলেটিন প্রকাশ৷ করোনা যখন আমাদের রাজ্যে সে ভাবে থাবা বসাতে পারেনি, তখন থেকেই বুলেটিন প্রকাশ করতে শুরু করেছিল রাজ্য সরকার৷ ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি প্রথম কোভিড বুলেটিন প্রকাশ করে স্বাস্থ্য ভবন৷ তারপর থেকে লাগাতার কোভিড বুলেটিন প্রকাশ করা হচ্ছিল৷ স্বাস্থ্য ভবন সূত্রে খবর, রাজ্যে করোনা গ্রাফ তলানিতে৷ সেই কারণেই বুলেটিন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =