কলকাতা: নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী অনেক দিন আগেই ঘোষণা করেছিলেন যে, রাজ্যে আরও সাতটি জেলা বাড়তে চলেছে। সেই নতুন জেলার তালিকায় ছিল সুন্দরবন। মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন সুন্দরবনকে জেলা বানানোর প্রশাসনিক প্রস্তুতি শেষ। এর আগে নদিয়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী দুটি নতুন জেলা তৈরির কথা জানান। দক্ষিণ ২৪ পরগনার ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা এবং উত্তর ২৪ পরগনার ছ’টি ব্লক নিয়ে বসিরহাট জেলা।
আরও পড়ুন- বরানগর প্রতিবন্ধী হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ, বিক্ষোভে পড়ুয়ারা
এদিন হিঙ্গলগঞ্জের সভা থেকে সুন্দরবন জেলা নিয়ে কথা বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক দূর যেতে হয় এখানকার সাধারণ মানুষকে। তাই সুন্দরবনকে জেলা ঘোষণা করা হচ্ছে পাশাপাশি হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, মিনাখাঁ স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে। এছাড়া সুন্দরবন্দর উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী ইতিপূর্বেই ঘোষণা করেছিলেন বনগাঁ এবং বাগদাকে নিয়ে ইছামতি জেলা তৈরি হবে। নদীয়ার রানাঘাট, বাঁকুড়ার বিষ্ণুপুর, মুর্শিদাবাদের বহরমপুর এবং কান্দিও নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।
হিঙ্গলগঞ্জের এই সভায় আজ অবশ্য ক্ষুব্ধ হয়ে যান মুখ্যমন্ত্রী। পাঁচ হাজার সোয়েটার, পাঁচ হাজার কম্বল আর পাঁচ হাজার চাদর কোথায় আছে তা জানতে না পেরে রেগে যান। বলেন, ‘‘শীতবস্ত্রগুলি কোথায় পরিষ্কার ভাবে বলুন৷ কত কষ্ট করে এখানে আসব বলে তিন দিন ধরে কম্বল, চাদর এবং সোয়েটার কিনেছি। আর এসে দেখছি নেই!’’ পরে মুখ্যমন্ত্রীকে জানানো হয় শীতবস্ত্রগুলি বিডিও অফিসে রাখা হয়েছে৷ যা শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলে ওঠেন, ‘‘বিডিও অফিসে কেন রাখা হবে? বিডিও-কে বলুন নিয়ে আসতে৷ আমি অপেক্ষা করব এখানে৷’’