কলকাতা: হাঁসখালি কাণ্ডে অভিুক্ত তৃণমূল নেতার ছেলের বাড়ির দরজা ভেঙে ঢুকল সিএফএসএল। এদিন বিকেল ৫টা নাগাদ ঘটনার মূল অভিযুক্ত ব্রজর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করতে আসে সিবিআই৷ সঙ্গে আসে ফরেন্সিক দল৷ অভিযোগ, ওই দিন রাতে ধর্ষণের ঘটনা ঘটেছিল এই বাড়িতেই৷ সিবিআই-এর অপর একটি দল যায় নির্যাতিতার বাড়িতে৷
হাঁসখালি ঘটনায় পরতে পরতে রয়েছে রহস্যের জাল৷ কারণ ময়নাতদন্তের আগেই নির্যাতিতার দেহ সৎকার করে দেওয়া হয়৷ সেই কারণেই এই ঘটনায় ময়নাতদন্তের কোনও রিপোর্ট নেই৷ নির্যাতিতার কোনও জবান বন্দিও নেওয়া সম্ভব হয়নি৷ নেই কোনও সিসিটিভি ফুটেজ৷ তাই এই মামলার ক্ষেত্রে সার্কামস্টেনশিয়াল এভিডেন্স বা অবস্থাগত প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ৷ পুলিশ এর আগেও বেশ কিছু নমুনা এখান থেকে সংগ্রহ করেছিল৷ এই ঘর থেকেই উদ্ধার হয়েছিল একটি বেডশিট৷ তাতে প্রচুর নমুনা মিলেছে৷ পাশাপাশি যে শ্মশানে ওই নাবালিকাকে দাহ করা হয়েছিল, সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এর পরেই সিবিআই তদন্তকারীরা সিএফএসএল-কে সঙ্গে নিয়ে ফের এই বাড়িতে আসেন৷
এর আগে ব্রজর বাড়ি সিল করে দিয়েছিল পুলিশ৷ কিন্তু থানা থেকে চাবি নিয়ে আসেন সিবিআই৷ তাই বিলম্ব না করে তালা ভেঙে ব্রজর ঘরে ঢুকে নমুনা সংগ্রহ করে৷ ৪ এপ্রিল জন্মদিনের পার্টিতে ব্রজর ঘরের এই ঘটনাটি ঘটেছিল বলে অভিযোগ৷ বন্ধুদের নিয়ে ওই নাবালিকাকে গণধর্ষণ করে তৃণমূল নেতার ছেলে৷