কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে তলব করল সিবিআই-এর দুর্নীতি দমন শাখা৷ পাশাপাশি এসএসসি’র উপদেষ্টা কমিটির চার সদস্যকেও তলব করা হয়েছে৷ আজই তাঁদের নিজামন প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ বিকেল চারটের মধ্যে তাঁদের সিবিআই-এর সামনে উপস্থিত হতে হবে৷
আরও পড়ুন- সময়মতো শিক্ষিকাকে চাকরিতে যোগদানে বাধা, পদ গেল প্রধান শিক্ষকের
এসএসসি’র উপদেষ্টা কমিটির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও তলব করা হয়েছে প্রবীর কুমার বন্দ্যোপাধ্যায়, সুকান্ত আচার্য, তাপস পাঁজা এবং অলক কুমার সরকারকে৷ এর আগেও এই পাঁচজনকে তিন থেকে চার দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ কিন্তু তাঁদের বক্তব্যে অসঙ্গতি থাকায় তাঁদের ফের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে৷ গতকাল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, প্রয়োজনে তাঁদের ফের জিজ্ঞাসাবাদ করা হবে৷ এর পরেই সন্ধ্যাবেলায় এই পাঁচজনকে নোটিশ পাঠানো হয়৷ আজ বিকেল চারটেয় তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
এছাড়াও গ্রুপ ডি’র যে ৯৮ জন কর্মীকেও নিয়োগ দুর্নীতি মামলায় দফায় দফায় তলব করা হচ্ছে৷ ইতিমধ্যে এফআই আর দায়ের করেছে সিবিআই৷ এই ৯৮ জনের মধ্যে ৬ জনকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ তাঁরা তাঁদের নিয়োগপত্রের প্রতিলিপিও সিবিআই-এর কাছে জমা দিয়েছে৷ সেই নিয়োগপত্রে কাদের সাক্ষর রয়েছে, তাঁরা কবে কাজে যোগ দিয়েছিলেন, যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>