অসীম দুর্নীতির তথ্য হাতে এসেছে! আদালতে দাবি করল CBI

অসীম দুর্নীতির তথ্য হাতে এসেছে! আদালতে দাবি করল CBI

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে অসীম দুর্নীতি হয়েছে এবং তার তথ্য হাতে এসেছে। কলকাতা হাইকোর্টে এমনই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। গ্রূপ-ডি নিয়োগ দুর্নীতির মামলার এক মামলাকারী লক্ষ্মী টুংগাঙ্গরার মামলায় আদালতে এমনটাই দাবি করেছে সিবিআই। এদিন অবশ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন।

আরও পড়ুন- একাধারে ডাক্তার, আইপিএস, আইএএস… অশান্ত কাশ্মীর থেকে উঠে আসা এক তেজস্বিনী রুবেদা

সিবিআইয়ের উদ্দেশে একাধিক প্রশ্ন করে আদালত। জানতে চাওয়া হয়েছে, ২০১৬ সালে গ্রুপ-ডি পদে কত শূন্য পদ ছিল। এছাড়া, কত জনকে সুপারিশ দেওয়া হয়েছে, কত জন প্রার্থী প্যানেলভুক্ত এবং ওয়েটিং লিস্টে আছেন। পাশাপাশি, কত বিকৃত ওএমআর সিট সিবিআই দিয়েছে, সুপারিশ অনুযায়ী কতজন গ্রুপ-ডি পদে যোগ দিয়েছেন, এই সমস্ত তথ্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সমস্ত বিষয়ে হলফনামা দিয়ে আগামী ৭ দিনের মধ্যে জানাতে হবে আদালতকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জানুয়ারি। অন্যদিকে, নির্দেশ না দিলেও সিবিআই এবং ইডি তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট দিতে পারে।