কলকাতা: রামপুরহাট কাণ্ডে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ আসার পরেই তৎপর হয়ে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার তারা এই ঘটনায় প্রথম গ্রেফতারি করল। মুম্বই থেকে চার জন ধরা পড়ল সিবিআইয়ের হাতে। বাপ্পা শেখ, সাবু শেখ সহ গ্রেফতার ৪ জন। এর আগে জেলা পুলিশ যে ১৯ জনকে গ্রেফতার করেছিল তাদের জেরা করেছিল সিবিআই আধিকারিকরা। কিন্তু তারা কোনও গ্রেফতারি করেনি। তবে আজ হল সিবিআইয়ের তরফে প্রথম গ্রেফতারি।
আরও পড়ুন- কেমন আছেন অনুব্রত? খোঁজ নিতে SSKM-এ সিবিআই অফিসার
জানা গিয়েছে, বগটুই গ্রামের সেই হত্যালীলার যে মূল অভিযুক্ত সেই লালন শেখের সঙ্গী বাপ্পা এবং সাবু। সিবিআই জানিয়েছে, ঘটনার এফআইআরে যাদের নাম ছিল তাদের মধ্যে এদের নামও রয়েছে। সেই প্রেক্ষিতেই মোবাইল লোকেশন দেখে বের করার চেষ্টা হচ্ছিল যে তারা কোথায় আছে। শেষমেষ দু’দিন আগে জানা যায় যে এই চারজন মুম্বই রয়েছে। সেই প্রেক্ষিতেই গোয়েন্দাদের একটি টিম যায় মুম্বই এবং তাদের গ্রেফতার করে। আজ তাদের সবাইকে মুম্বইয়ের আদালতে তোলা হবে এবং পরে ট্রানজিট রিমান্ডে রামপুরহাটে নিয়ে আসার আবেদন করা হবে বলে সূত্রের খবর।
সিবিআই আরও জানিয়েছে, বগটুই গ্রামের বেশিরভাগ যুবক বা বাসিন্দা মুম্বইয়ে শ্রমিকের কাজ করে। সেই অভিশপ্ত রাতে এখান থেকেই দু’জন তাদের মুম্বইয়ের দুই সঙ্গীকে ফোন করে সেই রাতেই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। এতদিন পর্যন্ত সেখানেই ছিল তারা। অবশেষে মোবাইল লোকেশন খতিয়ে দেখেই তাদের মুম্বই থেকে গ্রেফতার করা হল।