নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল CBI, তালিকায় ১২ জনের নাম

নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিল CBI, তালিকায় ১২ জনের নাম

062aa9157ead80958ad4570e1fb5ad7d

কলকাতা: নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতির মামলায় আলিপুর আদালতে সিবিআই চার্জশিট পেশ করল। মঙ্গলবার এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। নবম-দশম মামলায় চার্জশিটে নাম রয়েছে ১২ জনের। সেই তালিকায় রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি এসএসসির প্রাক্তন প্রোগ্রামিং অফিসার পর্ণা বসুরও। এসএসসি উপদেষ্টা কমিটিরও সদস্য ছিলেন তিনি। এছাড়া প্রসন্ন রায়, প্রদীপ সিং, ইমাম মোমিনদের নামও রয়েছে চার্জশিটে।

আরও পড়ুন- ধনতেরসে রাশি মেনে জিনিস কিনলে বছরভর লক্ষ্মী থাকবেন ঘরে!

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে রিপোর্ট পেশ করে সিবিআই অনেক আগে অভিযোগ করেছিল, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বহু সাদা খাতা জমা পড়েছিল। কিছু খাতায় ৫-৬টি প্রশ্নের উত্তর দেওয়া হয়৷ এর পরেও ওই পরীক্ষার্থী ৩৫ নম্বর পেয়েছেন৷ গ্রুপ-সি, গ্রুপ-ডি -র নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও একই কাণ্ড ঘটেছে। সেই সময় এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। এছাড়াও শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিয়েও বিস্তর অভিযোগ সামনে আসে। এমনকি ইডির হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাদের নিয়োগ নিয়ে একাধিক আলোচনা হয়েছে বলেও দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *