ব্রেকিং: SSC মামলায় FIR দায়ের সিবিআই-এর

ব্রেকিং: SSC মামলায় FIR দায়ের সিবিআই-এর

 কলকাতা:  এসএসসি মামলায় এফআইআর দায়ের করল সিবিআই৷ সিবিআই-এর তদন্তকারী অফিসার হলেন সতীন্দ্র সিং৷ আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ করল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

আরও পড়ুন- বিধানসভায় হারের পর প্রথমবার রাজ্যে অমিত শাহ, আগমণ চলতি মাসেই

কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশ মেনে আজ এফআইআর দায়ের করে সিবিআই৷ এই এফআইআর দায়েরের মধ্যে দিয়েই শুরু হয়ে গেল তদন্ত প্রক্রিয়া৷ সিঙ্গেল বেঞ্চ ইতিমধ্যেই জানিয়েছে, এসএসসি’র উপদেষ্টা কমিটির সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে৷ জিজ্ঞাসাবাদের মাধ্যমেই তদন্ত প্রক্রিয়া শুরু হবে৷ সিঙ্গের বেঞ্চের নির্দেশ মেনেই এসএসসি মামলায় এফআইআর দায়ের করল সিবিআই৷ 

পাশাপাশি এই মামলার স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ গতকাল এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই৷ সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কী কী তথ্য সামনে উঠে এসেছে, তা বিস্তৃত আকারে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হয়েছে৷ গতকাল সিবিআই-এর হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, বলে দাবি করা হয়েছে৷ সেই তথ্যগুলি যেন হাইকোর্ট সংরক্ষণ করে, সেই আবেদন জানিয়েছে সিবিআই৷ আদালত তার নির্দেশিকায় জানিয়েছে, সিবিআই-য়ের তরফে পেশ করা এসপি সিনহার জিজ্ঞাসাবাদের রিপোর্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে গচ্ছিত থাকবে।

এদিকে এসএসসি’র ইস্যু করা সুপারিশপত্র  ছাপানোর দায়িত্বে থাকা সমরজিৎ আচার্যকে এই মামলার পার্টি করা হয়েছে৷ আজ সন্ধ্যা ৬ টার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে সিবিআই-এর অফিসে হাজিরা দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে৷ সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে৷ সন্ধে ৬টায় হাজিরা দিতে হবে কমিটির আরও এক সদস্য অলক সরকারকেও৷ 

এর আগে আদালত জানিয়েছিল, এসপি সিনহাকে সিবিআই দফতরে হাজির করার বিষয়টি সুনিশ্চিত করবে সার্ভে পার্ক থানার পুলিশ৷ এদিন বিচারপতি জানান, প্রয়োজনে এসপি সিনহাকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই৷ তবে, তাঁকে হাজির করানোর জন্য সার্ভে পার্ক থানার কোনও পদক্ষেপ করার দরকার নেই৷ তিনি নিজে সিবিআইকে সবরকম সাহায্য করবেন বলে জানিয়েছেন৷ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে বলেন, তিনি এই মামলার শেষ দেখে ছাড়বেন৷ মামলার পরবর্তী শুনানি হবে ২৭ এপ্রিল৷