৯ বছরেই কোটিপতি হয়েছেন দুজনে! অনুব্রত-সুকন্যা নিয়ে দাবি সিবিআইয়ের

৯ বছরেই কোটিপতি হয়েছেন দুজনে! অনুব্রত-সুকন্যা নিয়ে দাবি সিবিআইয়ের

কলকাতা: গরু পাচার মামলায় ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। গ্রেফতার হওয়ার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিয়ে তো হাজারো প্রশ্ন এমনিতেই আছে, সঙ্গে আছে একাধিক দাবিও। তবে এবার আরও বড় দাবি করা হল সিবিআইয়ের তরফে। বলা হচ্ছে, শেষ ৯ বছরের মধ্যেই কোটিপতি হয়েছেন অনুব্রত মণ্ডল এবং তাঁর কন্যা সুকন্যা। এই সময়ে শুধুমাত্র সুকন্যার বার্ষিক আয় দেড় কোটি টাকা হয়েছিল। এমনই দাবি করা হয়েছে সিবিআই চার্জশিটে। তাই এখন প্রশ্ন, এত টাকা এল কোথা থেকে?

আরও পড়ুন- এবার শুভেন্দুকে নোটিস তমলুক থানার, ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে জেরার সময় এবং স্থান

সিবিআই বলছে, এই ৯ বছরের মধ্যে অনুব্রত মণ্ডলও কোটিপতি হয়েছেন মেয়ের মতোই। এমনকি তাঁর ক্যানসার আক্রান্ত স্ত্রীর বার্ষিক উপার্জন ২০২০ সালে দাঁড়িয়ে ৫০ লক্ষ টাকা হয়ে গিয়েছিল। গোয়েন্দা সংস্থা অনুমান করছে, গরু পাচারের যাবতীয় টাকা এই তিনজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। তাহলে এই টাকার উৎস কি এনামুল হক, সেই প্রশ্নও কিন্তু থেকে যায়। এরই পাশাপাশি সিবিআই এও জানিয়েছে, খাতায়-কলমে সুকন্যা স্কুলের চাকরি করলেও ২০১৩-১৪ সালে অনুব্রত তাঁকে বিভিন্ন সংস্থার ডিরেক্টর পদে বসিয়েছিলেন যেগুলির আদতে কোনও কাজই ছিল না। অর্থাৎ সেগুলি ছিল ভুয়ো কোম্পানি। শুধু মেয়ে নয়, নিজের স্ত্রীকেও এই পদে অনুব্রত বসিয়ে ছিলেন বলে দাবি। এই কোম্পানিগুলির বার্ষিক ব্যাল্যান্স শিটে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন দেখানো হয়েছে।

গোয়েন্দা সংস্থা দাবি করেছে, অনুব্রত মণ্ডলের পরিবারই এই কোটি কোটি টাকার ঘুরপথে নিজেদের কাছে নিয়েছে। কখনও ব্যাঙ্কে ফিক্সড ডিপোসিট করা হয়েছে সুকন্যার নামে, আবার কখনও বোলপুরে কোনও হোম-স্টের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। এইভাবেই এক ব্যাঙ্ককর্তাকে নগদ টাকাও দেওয়া হয়েছে বলে সিবিআই জানতে পেরেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *