আইনি দিক খতিয়ে দেখেই নিয়োগ, আন্দোলনকারীদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী

আইনি দিক খতিয়ে দেখেই নিয়োগ, আন্দোলনকারীদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী

কলকাতা: নিয়োগ ইস্যু নিয়ে বড় আশ্বাস সোমবার পেয়েছেন চাকরিপ্রার্থীরা। এদিন বিকাশ ভবনে আন্দোলনকারীদের ৮ জন প্রতিনিধি গিয়ে সাক্ষাৎ করেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণি মিলিয়ে যারা মেধা তালিকা ভুক্ত চাকরি প্রার্থীদের সংখ্যা ৬ হাজারের পাশাপাশি হবে। সকলের চাকরির আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে। এদিকে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু নিজেও এই বৈঠক সম্পর্কে ইতিবাচক তথ্যই দিয়েছেন।  

আরও পড়ুন: অভিষেকের অফিসের সামনে রাতভর অবস্থানে ছিল টেট-উত্তীর্ণরা, সকালে সরাল পুলিশ

শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু আজ বিক্ষোভরত এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বিকাশ ভবনে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্য সরকার আইনি সংক্রান্ত সব দিক খতিয়ে দেখেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এগোবে। তাদের নিয়োগ করতে গেলে অতিরিক্ত পদ তৈরি করতে হবে। সেই জন্য অর্থ দফতর ও মন্ত্রিসভার অনুমোদন ছাড়াও আইন, অন্যান্য অনগ্রসর দফতরের মত বেশ কয়েকটি দফতরের মধ্যে সমন্বয় প্রয়োজন। বিষয়টি সম্পূর্ণ তাঁর হাতে নেই বলেও মন্ত্রী জানিয়েছেন। তবে প্রতিনিধি দলের তরফে প্রার্থী শহিদুল্লাহ বলেন, শিক্ষক পদে ২ হাজার ১৭৯ টি আসন তৈরি থাকলেও বৈঠকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় নাম থাকা প্রায় ৬ হাজার প্রার্থীকেই নিয়োগের দাবি জানান হয়েছে। শিক্ষামন্ত্রী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। আজকের বৈঠকে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ছাড়াও দফতরের সচিব মনীশ জৈন ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

তবে আন্দোলন যে এখনই উঠছে না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, যতদিন না পর্যন্ত তারা নিয়োগ পত্র হাতে পাচ্ছেন ততদিন ধর্না, অবস্থান বিক্ষোভ চলবে। অর্থাৎ এখনই তারা কেউ বিক্ষোভ বন্ধ করবেন না। তবে ঠিক কত দিনে এই সমস্যার সমাধান হবে, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। উল্লেখ্য, গত কয়েক দিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *