কলকাতা: গরুপাচার কাণ্ডে আজ সোমবার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই৷ ইতিমধ্যেই চিনারপর্কের বাড়ি থেকে রওনা দিয়েছেন তিনি৷ তবে আজ সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না তিনি৷ এমনটাই ইমেল করে জানিয়েছেন তাঁর আইজীবী৷ এই নিয়ে নবমবার তলব করা হয় অনুব্রতকে৷ কিন্তু, এদিন চিনারপার্ক থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান এসএসকেএম হাসপাতালের দিকে৷ কাশি, ঘাড়ে, মাথার পিছনে প্রবল ব্যথা রয়েছে তাঁর৷ সেই সঙ্গে মাথা চাড়া দিয়েছে ফিসচুলার সমস্যা৷ এদিকে, রোগী আসার আগেই বুক এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের কেবিন৷
আরও পড়ুন- শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, মঙ্গল থেকে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসএসকেএম-এ মেডিক্যাল চেকআপের জন্য আসবেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতার নেতা অনুব্রত মণ্ডল৷ কিন্তু রোগী আসার আগেই বুক হয়ে গেল উডবার্ন ওয়ার্ডের কেবিন৷ ২১৬ নম্বর কেবিন বরাদ্দ করা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্য৷ যদিও তাঁর আসার কথা অফিসিয়ালি এসএসকেএম হাসপাতালকে জানানো হয়নি৷ তাহলে কী ভাবে তাঁর নামে আগাম কেবিন বুক হয়ে গেল? প্রশ্নটা উঠছে সেখানেই৷ শুঘু তাই নয়, অনুব্রত আসার আগেই কড়া পুলিশি পাহাড়া উডবার্নের সামনে৷ যাতে কোনও রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়৷ অন্যদিকে, হাসপাতালের প্রশাসনিক ভবনে জরুরি বৈঠকে বসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিক্যাল বোর্ডের সদস্যরা৷ কিন্তু, কেন এই বৈঠক?
সূত্রের খবর, মেডিক্যাল বোর্ডের সদস্যদের মধ্যেই একটি মাতানৈক্য তৈরি হয়েছে৷ একদল চিকিৎসক অনুব্রত মণ্ডলকে হাসপাতালে ভর্তি করানোর পক্ষে মত দিয়েছেন৷ অন্যদলের সিদ্ধান্ত রোগীকে না দেখে তাঁরা আগাম কোনও সিদ্ধান্ত নেবেন না৷ এই পরিস্থিতিতে ঐক্যমতে পৌঁছতেই বৈঠকে বসেছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>