বিমল গুরুংয়ের হুঁশিয়ারি, ফের অশান্ত হতে চলেছে পাহাড়?

বিমল গুরুংয়ের হুঁশিয়ারি, ফের অশান্ত হতে চলেছে পাহাড়?

দার্জিলিং: করোনা মহামারীতে পর্যটন ব্যবসা সব থেকে বেশি মার খেয়েছে। লকডাউন ও করোনাবিধির জেরে মানুষের বাইরে বের হওয়ার জো ছিল না। ধীরে ধীরে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ভ্রমণ পিপাসু মানুষ তল্পিতল্পা গুছিয়ে ফের বের হতে শুরু করেছেন। ঘুরে দাঁড়াতে শুরু করেছে পাহাড়। সেই সময় নতুন করে অশান্তির কালোমেঘ আসতে শুরু করেছে। বিমল গুরুংয়ের হুংঙ্কারে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন রাজ্যবাসী।

GTA নির্বাচন নিয়ে ফের সুর চড়া করতে শুরু করেছে বিমল গুরুং। গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল হুমকির সুরে জানিয়েছেন, পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান না হলে GTA নির্বাচন করা যাবে না। জোর করে GTA নির্বাচন করলে তিনি অনশনে বসবেন বলেও হুমকি দিয়েছেন। সোমবার থেকে অনশনে বসার কথা ছিল। কিন্তু বৌদ্ধ পূর্ণিমা বলে তিনি সোমবার অনশনে বসার অনুমতি পাননি। বিমল গুরুং সোমবার থেকে অনশনে বসবেন বলে জানা গিয়েছে। তিনি ম্যালের কাছে অনশনে বসবেন বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবে তাঁর এই সিদ্ধান্ত পর্যটক ও পর্যটন ব্যবসায় প্রভাব পড়বে বলে জানা গিয়েছে।

সম্প্রতি বিংল গুরুং-এর সঙ্গে মমতার সম্পর্ক ভালো হয়েছে। দুরত্ব আগের থেকে অনেকটা কমেছে। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে বলেন, ‘দিদিকে ন্যাশনাল ফিগার বানাতে পাশে আছি।’ পাশাপাশি তিনি জানিয়েছিলেন, বিজেপির সঙ্গে সম্পর্ক তিনি ত্যাগ করেছেন। এই পরিস্থিতি তিনি GTA নির্বাচন নিয়ে এতটা উত্তেজিত হয়ে গেলন কেন, তা নিয়ে অনেকের মনেই দ্বন্দ্ব দেখা দিয়েছে। স্পষ্ট নয় তাঁর বার্তা। একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কী বিমল গুরুং গোর্খাল্যান্ডের দাবিতে নতুন করে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছেন?  পাহাড়ের মাটিতে জমি ফিরে পেতে আন্দোলনকেই হাতিয়ার করতে চাইছে বিমল গুরুং?  এই জল্পনাকে উস্কে দিয়ে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ শর্মা গোর্খাল্যান্ডের দাবি করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − nine =