মমতাকে ফের চিঠি গুরুংয়ের, পাহাড়ের নির্বাচনের বিরোধিতা বহাল

মমতাকে ফের চিঠি গুরুংয়ের, পাহাড়ের নির্বাচনের বিরোধিতা বহাল

দার্জিলিং: প্রথম থেকেই পাহাড়ে নির্বাচনের বিরোধিতা করে এসেছেন বিমল গুরুং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রেক্ষিতে চিঠিও দিয়েছিল গোর্খা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। নির্বাচন কমিশন জিটিএ ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। এই ঘোষণা হতেই অনশনে বসেছেন বিমল গুরুং। আর তার মধ্যেই ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পাহা়ড়ে নির্বাচন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানাল গোর্খা জনমুক্তি মোর্চা।

আরও পড়ুন- ঘরে ফিরেই গুরুদায়িত্ব! বনগাঁ সাংগঠনিক জেলা সামলাবেন অর্জুন

জিটিএ নির্বাচনের বিরোধিতা করে গুরুংয়ের বক্তব্য ছিল, রাজ্যের তৃণমূল সরকারকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল তা নিয়ে কোনও রকম পদক্ষেপ তারা নেয়নি, পাত্তাই দেয়নি। তাই এই জিটিএ নির্বাচন তারা মানছেন না। তাৎপর্যপূর্ণভাবে মার্চ মাসে পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী ২-৩ মাসের মধ্যেই জিটিএ নির্বাচন হবে। সেই সময়েও তিনি জানিয়েছিল যে, রোশন গিরির দল ছাড়া জিটিএ নির্বাচন সবাই চাইছে। বাস্তবে হচ্ছেও তাই। তবে ভোট ঘোষণার আগে একবার এই ইস্যুতে গুরুং চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই ভোট ঘোষণা হয়ে যায়।

এদিকে ভোটের দিন ঘোষণা হতেই তিনি আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রায় তিন দিন হয়ে গেল তিনি অনশনে, কিন্তু এখন জানা গিয়েছে বিমল গুরুং অসুস্থ হয়ে পড়েছেন। তবে অনশন থেকে সরে আসেননি পাহাড়ের এই নেতা। শরীর খারাপ নিয়েই নিজের সিদ্ধান্তে অনড় থাকছেন তিনি বলে খবর। এখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, শুক্রবার অনশনের মাঝে হঠাৎ পিঠে ব্যথা থেকে শুরু করে মূত্রের সমস্যা দেখা দেয় তাঁর। দার্জিলিং সদর হাসপাতালের চিকিৎসক এসে পরীক্ষা করলে জানা যায় সুগারের সমস্যা রয়েছে বিমলের। তবে সেই নিয়েই তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 20 =