আনিস মৃত্যুকাণ্ডে সিট তদন্ত রিপোর্ট প্রকাশ করতে চাইছে না, হাইকোর্টে অভিযোগ বিকাশের

আনিস মৃত্যুকাণ্ডে সিট তদন্ত রিপোর্ট প্রকাশ করতে চাইছে না, হাইকোর্টে অভিযোগ বিকাশের

কলকাতা:  আনিস খানের মৃত্যুতে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচর্য। তিনি মন্তব্য করেন, তদন্তের অভিমুখ ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। তাই সিট নয়, অন্য তদন্তকারী সংস্থার সাহায্যে তদন্তের দাবি তোলেন আনিস খানের পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচর্য। রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রোনাথ মুখোপাধ্যায় দাবি করেন, তদন্তে কোনও অসঙ্গতি নেই। 

আনিস খানের রহস্য মৃত্যুর তদন্ত করছে সিট। কিন্তু প্রথম থেকেই সিটের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আনিস খানের পরিবার। বৃহস্পতিবার শুনানির সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচর্য একাধিক প্রশ্ন তোলেন। তিনি বলেন, কোনও জিডি এন্ট্রি করেনি পুলিশ। আনিসের দেহ পাওয়া যায় আড়াআড়ি। সে যদি আত্নহত্যা করত তাহলে ওপর থেকে ঝাঁপ দিল লম্বালম্বি পড়ার কথা। বিকাশ রঞ্জন ভট্টাচর্য জানান, সানসেট এগনো ছিল। ঝাঁপ দিলে ওখানে পড়ার কথা। যদি কেউ ধাক্কা দেয় সেক্ষেত্রে সানসেট টপকে যাবার আশঙ্কা থাকে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে আছে মাথায় গুরুতর আঘাত। সারা শরীরে আঘাতের চিহ্নের উল্লেখ রয়েছে। 

বিকাশ রঞ্জন ভট্টাচর্য জানিয়েছেন, আনিস খানের মৃত্যু নিয়ে সিট তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনতে চাইছে না। তাই সিট নয়, বিকাশ রঞ্জন ভট্টাচর্য অন্য নিরপেক্ষ সংস্থার দাবি করেন, যারা এই রহস্য মৃত্যুর তদন্ত করবেন। রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রোনাথ মুখোপাধ্যায় জানান, মামলাকারি তদন্তের অগ্রগতি নিয়ে যে প্রশ্ন তুলেছেন তা ভিত্তিহীন। নিরপেক্ষ এবং স্বচ্ছ ভাবেই তদন্ত করছে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আধিকারিকরা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − one =