চাকরি হারানোদের পাশে আছেন বিকাশ! বলছেন, তারাও প্রতারিত

চাকরি হারানোদের পাশে আছেন বিকাশ! বলছেন, তারাও প্রতারিত

কলকাতা: নিয়োগ দুর্নীতির কারণে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের শাস্তির দাবি করেছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কিন্তু এখন নিজের অবস্থান বদলে ফেললেন তিনি। তৃণমূল নেতা-মন্ত্রীদের আরও চড়া আক্রমণ করে বিকাশ জানান, দুর্নীতি মামলায় যাদের চাকরি গিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে তৃণমূল নেতাদের। আদতে তারাও প্রতারিত এবং তাদেরও আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার আছে।

আরও পড়ুন- এবার শুভেন্দুকে নোটিস তমলুক থানার, ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে জেরার সময় এবং স্থান

আইনজীবীর বক্তব্য, যারা টাকা নিয়ে বেআইনিভাবে নিয়োগ দিয়েছিল তারাই মূল দোষী। এক্ষেত্রে যারা টাকা দিয়েছিল তারা প্রতারিত। তাই তাদের আদালতে যাওয়ার অধিকার আছে। কারণ যাদের চাকরি বাতিল হয়েছে তারাও প্রতারণার শিকার। বিকাশ জানাচ্ছেন, বেকার যুবক-যুবতীরা চেয়েছিলেন যেভাবে হোক চাকরি পেয়ে নিজের পরিবারের পাশে দাঁড়াতে। তাদের টাকা দিয়ে চাকরির প্রলোভন দেখানো হয়েছিল। তাই এক্ষেত্রে যারা টাকা নিয়েছেন তাদের সেই টাকা ফেরত দিতে হবে। এমন শাস্তি তাদের দিতে হবে যাতে তারা সারা জীবন তা মনে রাখেন। এমনটাই বলছেন সিপিএম নেতা তথা আইনজীবী।

এসএসসি জানিয়েছে, নবম-দশম স্তরে অন্তত ১৮৩ জনকে চিহ্নিত করেছে তারা এবং ইতিমধ্যে ২০ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সূত্রের খবর, মুর্শিদাবাদে বেআইনি নিয়োগপ্রাপ্তদের সংখ্যা আপাতত সবথেকে বেশি। এছাড়াও কলকাতা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো একাধিক রাজ্যে অনৈতিক নিয়োগ হয়েছে। বাদ যায়নি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =