কলকাতায় এল ‘তিমি’ বিমান! ২৩ বছর পর আবার

কলকাতায় এল ‘তিমি’ বিমান! ২৩ বছর পর আবার

কলকাতা: এক ঝলকে দেখলে মনে হবে বিশালাকৃতি তিমি মাছ! কিন্তু তা আদতে কোনও মাছ নয়, বিমান। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই ঠিক। শনিবার রাতে ঝড়-বৃষ্টির পর কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এটি। যাকে দেখে সেলফি তোলার হিড়িক শুরু হয়ে যায়। হবে নাই বা কেন। শেষবার এই ধরণের বিমান কলকাতায় এসেছিল ২৩ বছর আগে। তারপর এই প্রথম। তাই এই ‘এয়ারবাস’ নিয়ে মাতামাতি।

আরও পড়ুন- ডিভিশন বেঞ্চে ধাক্কা, ব্যক্তিগত কারণ দেখিয়ে পার্থের মামলা থেকে সরলেন বিচারপতি ট্যান্ডন ও সামন্ত

শনিবার যে ‘তিমিমুখী’ বিমান কলকাতা বিমানবন্দরে নেমেছিল তা হল ‘বেলুগা এয়ারবাস’। এটি প্রায় ছ’তলার সমান উচ্চতার বিশালাকার বিমান। যার মুখটা তিমির মতো দেখতে। এই বিমানে আসলে সাধারণ বিমানের তুলনায় চার গুণ বড় কেবিন আছে। এই বিমান যখন কলকাতায় অবতরণ করে তখন তার কেবিনে ছিল দুটি বড় হেলিকপ্টার। রবিবার এই বিমানটি থাইল্যান্ডে উড়ে যায়। বিমানটি প্রথমবার কলকাতায় এসেছিল ১৯৯৯ সালে। তাই ২৩ বছর পর আবার এই বিমান দেখা যাওয়ায় সাধারণ মানুষ তো বটেই বিমানবন্দর কর্তৃপক্ষ, বিমান সংস্থা, বিমান পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিক, কর্মীদের উচ্ছ্বাসের অন্ত ছিল না।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান তৈরির যন্ত্রাদি বা বিশাল মাপের কার্গো হেলিকপ্টার বহন করার জন্যই এই বিমান ব্যবহৃত হয়। এই বিমানের ডানাগুলি প্রায় ৪৫ মিটার প্রশস্ত, কেবিন প্রায় ১২৪ ফুট লম্বা, ২৩ ফুট চওড়া। এটি ফ্রান্সের টুলুজে এয়ারবাস সদর দফতর থেকে উড়েছিল এবং মার্সেলস, এথেন্স, কায়রো, আবু ধাবি, আমেদাবাদে হয়ে শনিবার পৌঁছয় কলকাতায়। এরপর এখান থেকেই থাইল্যান্ডে চলে যায়। বিশ্বজুড়ে থাকা মোট ৫ টি ‘বেলুগা’ বিমানের মধ্যে এটি ছিল একটি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =