বিজ্ঞাপনে বাংলা শব্দের অশ্লীল বাক্য গঠন, জোর প্রতিক্রিয়া হুগলিতে

বিজ্ঞাপনে বাংলা শব্দের অশ্লীল বাক্য গঠন, জোর প্রতিক্রিয়া হুগলিতে

চুঁচুড়া: বিজ্ঞাপনে নজর টানতে বাংলা শব্দের অশ্লীল বাক্য গঠন! কিংবা বলা ভাল, ভাষায় অশ্লীলতার চরম সীমা লঙ্ঘন করেছে বিজ্ঞাপন। রাতারাতি ব্যান্ডেল স্টেশন সহ চুঁচুড়া শহর জুড়ে বিশাল বিশাল বিজ্ঞানের হোর্ডিং পরেছে। সবই বিস্ময়ে ভরা। কাদের বিজ্ঞাপন, কিসের হোর্ডিং কিছুই লেখা নেই। বিশাল লাল ব্যানারের মাখে সাদা রং দিয়ে লেখা লাইনে,- ঢুকতে টিপুন! গুছিয়ে লাইনে লাগান! এইতো লাইনে এলেন! নিখরচায় লাইন মারুন!

প্রত্যেকটি হোর্ডিং-এই ‘লাইন’ কথাটি রয়েছে। কেউ দেখতে না চাইলেও বিজ্ঞাপনের অবস্থান আর বিশালতার কাছে মানুষের দৃষ্টি হার মানছে। যা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারন মানুষের মনে। শিক্ষকমহল বলছে অপসংস্কৃতি। মহিলাদের বক্তব্য, বিজ্ঞাপন এমন হওয়া উচিত নয় যাতে সমাজে খারাপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চুঁচুড়ার উপ-পৌরপ্রধান পার্থ সাহা বলেন, কে বা কারা এধরনের বিজ্ঞাপন দিল আমরা খোঁজ নিয়ে ব্যাবস্থা নিচ্ছি। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন অবশ্যই শব্দের ব্যাবহার ঠিক নয়। আমি খোঁজ নিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =