বাবুলকে বুথে ঢুকতে বাধা, রিপোর্ট তলব করল কমিশন

বাবুলকে বুথে ঢুকতে বাধা, রিপোর্ট তলব করল কমিশন

69c0a857846be34ca2ff19ed54c1546c

কলকাতা: কড়া নিরাপত্তা বলয়ে সকাল থেকে শুরু আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন৷ মোতায়েন রয়েছে ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ এরই মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে বুথে ঝুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ সাউথ পয়েন্ট স্কুলের বুথে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়৷ তৃণমূল প্রার্থীকে কেন বাধা? রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন৷ 

আরও পড়ুন- একজনের হয়ে আরেকজনের ভোট! সরানো হল প্রিসাইডিং অফিসারকে

এদিকে শুরু থেকেই পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বালিগঞ্জের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ৷ মঙ্গলবার সকাল ৭টা নাগাদ অশোক হলে ১৭৪ নম্বর বুথে পৌঁছনোর পরই তিনি এই অভিযোগ তোলেন৷ এর আগে পাঠ ভবন স্কুলে গিয়েছিলেন তিনি৷ তাঁর অভিযোগ, সেখানে কলকাতা পুলিশের কর্মীরা বসে রয়েছেন৷ কেন বুথের ভিতর পুলিশকর্মীরা বসে থাকবেন? প্রশ্ন তোলেন তিনি৷