‘এখন ১০০ শতাংশ মানুষের সঙ্গে আছি’, বুথে বুথে ঘুরছেন বাবুল

‘এখন ১০০ শতাংশ মানুষের সঙ্গে আছি’, বুথে বুথে ঘুরছেন বাবুল

cb0b7320980f3111667568a1e9aa1df7

কলকাতা: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে নিয়ে প্রথম থেকেই আলাদা উত্তেজনা। যে বাবুল বিধানসভা ভোটেও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, তিনিই সেই এখন বালিগঞ্জে তৃণমূলের হয়ে বুথে বুথে ঘুরছেন! এই পরিবর্তন অনেকেই হজম করতে পারেননি ঠিকই, কিন্তু এটাই এখন বাস্তব। যদিও বুথে বুথে পরিদর্শন করে বাবুল সুপ্রিয় স্পষ্ট জানাচ্ছেন, আগে ৭০ শতাংশ মানুষের সঙ্গে ছিলেন তিনি, আর এখন ১০০ শতাংশ মানুষের সঙ্গে আছেন। নিজের জয় নিয়েও ব্যাপক আত্মবিশ্বাসী তিনি।

আরও পড়ুন- একজনের হয়ে আরেকজনের ভোট! সরানো হল প্রিসাইডিং অফিসারকে

সকাল থেকে আসানসোলের মতো বালিগঞ্জেও উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে বুথে ঝুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল৷ সাউথ পয়েন্ট স্কুলের বুথে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়৷ তৃণমূল প্রার্থীকে কেন বাধা? রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশনও৷ অন্যদিকে বালিগঞ্জের বিভিন্ন বুথে ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়ানোর অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। লরেটো ডে স্কুলের ৫৯ নম্বর বুথ-সহ একাধিক বুথে ছাপ্পা ভোট পড়েছে বলে অভিযোগ বিজেপির। তবে সেসব কিছু পাত্তা দিচ্ছেন না বাবুল। বরং তাঁর কথায়, তিনি জিতছেন। এমনকি আসানসোলেও যে তৃণমূল জিতছে সেটাও দাবি করছেন তিনি।

এদিকে, বালিগঞ্জে বাবুলের বিরুদ্ধে কেয়া ঘোষের লড়াই খুব একটা সহজ হবে না বলেই ধরে নিয়েছে বিজেপি শিবির৷ তবে আসানসোল নিয়ে আশাবাদী গেরুয়া শিবির৷ এই কেন্দ্রে গেরুয়া প্রার্থী আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল৷ তাঁর হয়ে প্রচার করেছেন রাজ্যের সব নেতাই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *