কলকাতা: আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের দিকে আজ তাকিয়ে রয়েছে বাংলা। বিধানসভা নির্বাচনে হারার পর এই রাজ্যের কোনও নির্বাচনে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি বিজেপি। আজ কি সেই বিষয়ের বদল ঘটবে, সে নিয়েই প্রশ্ন। অন্যদিকে বিজেপি হয়ে বাবুল বিধানসভায় দাগ কাটতে ব্যর্থ হয়েছিলেন। এবার তৃণমূলের ঝাণ্ডার দাপটে কি জয় পাবেন, সেটাও দেখার। বালিগঞ্জের পাশাপাশি আসানসোলে বিজেপির প্রেস্টিজ ফাইট। তবে প্রাথমিক ট্রেন্ড বড় ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন- ভোটারদের প্রভাবিত করছে বাহিনী! বড় অভিযোগ আনল তৃণমূল
সকাল যে থেকে ভোট গণনা শুরু হয়েছে তাতে আপাতত বালিগঞ্জে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। পোস্টাল ব্যালটে প্রথম রাউন্ডের গণনার শেষে ২ হাজার ১৭০ ভোটে এগিয়ে ছিলেন তিনি। পরে দ্বিতীয় রাউন্ড শেষে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন বাবুল। এদিকে, আসানসোলে ঘাসফুল তারকা প্রার্থী একটু পিছিয়েই শুরু করেছেন। সেখানে শত্রুঘ্ন সিনহার থেকে এগিয়ে রয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পল। ইতিমধ্যেই তারা সকলে গণনা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। জানা গিয়েছে, বালিগঞ্জে ১৯ রাউন্ডে ভোট গণনা হবে। আসানসোলে গণনা হবে ১৪ থেকে ১৫ রাউন্ড। দুই গণনা কেন্দ্র ও স্ট্রংরুমে কড়া নিরাপত্তার ব্যবস্থা যেমন রয়েছে, তেমনই রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।
২০১৯ সালের লোকসভা ভোটে আসানসোলে বিজেপির টিকিটে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। ২০২১ সালের বিধানসভা ভোটে বালিগঞ্জে জিতেছিলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মন্ত্রী প্রয়াত হওয়ায় এই ভোট, অন্যদিকে আসানসোলের বাবুল দলত্যাগ করে তৃণমূলে। এই ভোটের ফলাফল আগামী বিধানসভা বা লোকসভা ভোটে কোনও প্রভাব ফেলবে না ঠিকই, কিন্তু বিজেপি এবং তৃণমূলের এটি প্রেস্টিজ ফাইট।